Saturday, September 14, 2024

খরচ করুন মাত্র ৪৪৩ টাকা, বাড়িতে এই জিনিসটি লাগিয়ে নিলেই কখনো লাইটের বিল দিতে হবেনা আপনাকে

সবাই চায় মাসের শেষে বিদ্যুত বিল কম আসুক। এজন্য তারা বিশেষ করে গরম কালে লাইট-ফ্যান হতে শুরু করে যাবতীয় সব বিদ্যুতিক সরঞ্জাম গুলো বুঝেশুনে ব্যবহার করেন। কিন্তু মাস গেলে দেখা যায় তার ঠিক উল্টো! অর্থাৎ বিদ্যুৎ বিল এসেছে আগের মতোই কিংবা দ্বিগুণ। তবে এবার আর বিদ্যুত বিল নিয়ে চিন্তা করতে হবেনা আপনাকে। এবার চাইলে আপনি আপনার বিদ্যুত বিল কমাতে পারেন, অন্ততপক্ষে একটি লাইটের বিদ্যুৎ বিলের খরচ থেকে মুক্তি পেতে চলেছেন আপনি। এরজন্য বাড়িতে আপনার লাগাতে হবে ছোট্ট একটি মেশিন, যার দাম মাত্র ৪৪৩ টাকা। তবে সবথেকে মজার বিষয় হলো এই মেশিনটি সমর্থন করে খোদ কেন্দ্র সরকার (Central government)।

বাড়িতে লাগিয়ে নিন Hardoll LED নামক একটি ডিভাইস। এটি একটি লাইট যেটি চলে সৌর বিদ্যুতের সাহায্যে। এর জন্য শুধু এককালীন মাত্র ৪৪৩ টাকা খরচ করে এই ডিভাইসটি কিনতে হবে আপনাকে। এরপর আজীবন লাইটের বিল থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি। এই Hardoll LED লাইট সারাক্ষণ সূর্যের আলোতে চার্জ হয়ে রাতে আপনাকে ভরপুর আলো দেবে। চাইলে আপনি এই লাইটটি ঘরের যেখানে খুশি লাগাতে পারেন।

সরকার সৌরশক্তিতে চলমান বৈদ্যুতিক সরঞ্জাম গুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে। পাশাপাশি এগুলো ব্যবহার করা খুবই ভালো। কারণ সরাসরি বৈদ্যুতিক ফ্লো আপনার এসি, টিভি, কুলার এমনকি ফ্রিজকেও নষ্ট করে দিতে পারে। পাশাপাশি সোলার বিদ্যুত ব্যবহার করলে আপনি আজীবন বিনামূল্যে বিদ্যুত সার্ভিস পেয়ে যাবেন, শুধু এককালীন এরজন্য খরচ করতে হবে কিছু টাকা। এবার কথায় আসি Hardoll LED লাইটের ব্যবহারে, এই লাইট অনলাইনে মাত্র ৪৪৩ টাকায় পেয়ে যাবেন আপনি। এই Hardoll LED লাইট ৬ ঘন্টা সূর্যের আলোতে চার্জ হয়ে একটানা ১৮ ঘন্টা আবদি ব্যাটারি ব্যাকআপ (battery backup) দেবে আপনাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানিয়ে দেই সোলার বিদ্যুত প্যানেল কেনার জন্য সরকারী ওয়েবসাইট www.solarrooftop.gov.in-এ সবার প্রথমে আবেদন পত্র জমা দিতে হবে আপনাকে।

আপনার জন্য
WhatsApp Logo