ভারতীয় রেল (Indian railway) যাত্রী সুবিধার্থে সর্বোত্তম চেষ্টা চালিয়ে থাকে। তাই এই বারে ভারতীয় রেল তাদের যাত্রীদের জন্য নিয়ে এলো এক দুর্দান্ত পরিষেবা। মাত্র ২০ টাকায় মিলবে রুম তাও আবার ৫ তাঁরা হোটেলের মতো। ঠিকই শুনেছেন। আপনি যদি একজন এক্সপ্রেস ট্রেন (Express train) কিংবা দূরপাল্লা ট্রেনের যাত্রী হয়ে থাকেন তাহলে এই সুবিধা রয়েছে শুধুমাত্র আপনার জন্য। এর জন্য কিভাবে কি করতে হবে জানুন বিস্তারিত।
এই শীত মৌসুমে অনেক সময়ই ট্রেন দেরিতে চলে। আবার ঘন কুয়াশার কারণে বাতিল করা হয় অনেক ট্রেন। আর এমন পরিস্থিতিতে রেল যাত্রীদের অনেক সমস্যার মুখে পড়তে হয়, বিশেষ করে যারা দূরে যাতায়াত করবেন। আর এ সমস্ত রেল যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে রয়েছে রিটায়ারিং রুম বা RR রুম। এই রুম গুলোতে রেল যাত্রীরা চাইলে ততক্ষন খুশি বিশ্রাম করতে পারেন। এবং রেল যাত্রীদের জন্য রয়েছে হালকা-পাতলা খাওয়া দাওয়াও ব্যবস্থা। আর এই রুমের জনপ্রতি ভাড়া হচ্ছে ২০ থেকে ৪০ টাকার মধ্যে।
রিটায়ারিং রুম গুলো কোন ৫ তাঁরা হোটেল রুমের থেকে কোন অংশে কম নয়। এই রুম গুলোকে ভেতর থেকে দেখলে মনে হবে এলাহী কারবার। রেল যাত্রীরা চাইলে মাত্র ৪০ টাকায় বিনিময়ে ৪৮ ঘন্টা এই রুম গুলোতে থাকতে পারেন। তবে এর জন্য অবশ্য আপনার কাছে IRCTC’র টিকিট থাকতে হবে।
কিভাবে বুকিং (Booking) করতে হবে রিটায়ারিং রুম? এর জন্য আপনাকে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট https://www.rr.irctctourism.com/#/home এ ভিজিট করতে হবে। এবং PNR নম্বরের মাধ্যমে বুকিং করতে পারবেন এই রিটায়ারিং রুম গুলো। তবে মনে রাখবেন একটি PNR নম্বর কেবল একটি রুমের জন্য।