সাধারণত জনগণের চাহিদা মেটাতে কেন্দ্র সরকার অনেক কিছু করেছে। এবার দেশবাসীর ঘরে ঘরে বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ফ্রি ডিস সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরফলে যারা এতো দিন টাকা দিয়ে কেবিল চ্যানেল দেখতে পারছিলেন না এবার তারা বিনামূল্যেই টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন।
কোন কোন চ্যানেল দেবে সরকার?
সরকারের তরফ থেকে জানানো হয়েছে দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর অবস্থার উন্নতি করতে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফ্রি ডিস টিভি চ্যানেলের আওতায় থাকবে ৩৬টি টিভি চ্যানেল। এর মধ্যে ২৪টি আঞ্চলিক চ্যানেল সহ থাকছে AIR-এর বর্তমানে প্রায় ৫০০টি সম্প্রচার চ্যানেল।
কারা পাবে এই ফ্রি টিভি চ্যানেলের সুবিধা
সরকারের তরফ থেকে জানানো হয়েছে যারা দেশের প্রত্যন্ত, সীমান্ত ও উপজাতীয় এলাকায় বসবাস করেন তাঁরাই পাবেন বিনামূল্যে এই ফ্রি ডিস চ্যানেলের সুবিধা। এজন্য সরকার এই সব এলাকার প্রায় ৭ লাখ মানুষের বাড়িতে বাড়িতে লাগিয়ে দিয়ে আসবে এই ফ্রি ডিসের কানেকশন। এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে নতুন এই প্রকল্পের কথা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফ থেকে আরও বলা হয়েছে নতুন এই প্রকল্পের সুবিধা হিসেবে দেশের প্রত্যন্ত, সীমান্তবর্তী এবং উপজাতীয় এলাকা গুলোতেও পৌঁছে যাবে টিভি সার্ভিস ফলে সেই সব একাকার ছেলে মেয়েদেরও ট্যালেন্ট টিভির মাধ্যমে ফুটে উঠবে সারা দেশ তথা বিশ্বে।
চ্যানেলের মান উন্নতি
সরকারের তরফ থেকে জানানো হয় প্রত্যন্ত এলাকা গুলোতে বিনামূল্যে ফ্রি ডিস সার্ভিস দেওয়ার পাশাপাশি দূরদর্শন চ্যানেল গুলোর ভিডিও মান উন্নত করতে বড় ধরনের পরিবর্তন আনবে সরকার। পাশাপাশি এই সব টিভি চ্যানেল গুলোর পুরোনো ট্রান্সমিটার পাল্টে লাগানো হবে নতুন ট্রান্সমিটার।
এই কাজটি করলে ব্যাংক একাউন্টে নগদ ঢুকবে ২ লাখ টাকা, টাকা দিচ্ছে মোদী সরকার
নতুন প্রকল্প বা স্কিম চালু করতে চলেছে দেশের সরকার তথা মোদী সরকার। যেই স্কিমের আওতায় আপনি সরাসরি আপনার ব্যাংক একাউন্টে জিতে নিতে পারেন নগদ ২ লক্ষ টাকা। হ্যা ঠিকই শুনেছেন। আর এই টাকা আপনাকে দেবে স্বয়ং মোদী সকার। যানা গেছে নতুন যেই স্কিমটি চালু হতে যাচ্ছে তার নাম “প্রজ্জ্বলা চ্যালেঞ্জে” আর এই স্কিমের মাধ্যমেই আপনি জিততে পারেন ২ লক্ষ টাকা। তবে এই টাকা পেতে হলে সবার প্রথমে কিছু নিয়ম-কানুন বা এই প্রজ্জ্বলা চ্যালেঞ্জে স্কিমের বিষয়ে জানতে হবে আপনাকে।
প্রতিবেদনটি পুরো পড়তে এখানে ক্লিক করুন