Wednesday, October 9, 2024

এই কাজটি করলে ব্যাংক একাউন্টে নগদ ঢুকবে ২ লাখ টাকা, টাকা দিচ্ছে মোদী সরকার

নতুন প্রকল্প বা স্কিম চালু করতে চলেছে দেশের সরকার তথা মোদী সরকার। যেই স্কিমের আওতায় আপনি সরাসরি আপনার ব্যাংক একাউন্টে জিতে নিতে পারেন নগদ ২ লক্ষ টাকা। হ্যা ঠিকই শুনেছেন। আর এই টাকা আপনাকে দেবে স্বয়ং মোদী সকার। যানা গেছে নতুন যেই স্কিমটি চালু হতে যাচ্ছে তার নাম “প্রজ্জ্বলা চ্যালেঞ্জে” আর এই স্কিমের মাধ্যমেই আপনি জিততে পারেন ২ লক্ষ টাকা। তবে এই টাকা পেতে হলে সবার প্রথমে কিছু নিয়ম-কানুন বা এই প্রজ্জ্বলা চ্যালেঞ্জে স্কিমের বিষয়ে জানতে হবে আপনাকে।

রিপোর্ট অনুযায়ী প্রজ্জ্বলা চ্যালেঞ্জ স্কিমের মাধ্যমে দেশের জনগন ২লাখ টাকা জিততে চলেছেন। আর এ স্কিমের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ অর্থনীতিকে পরিবর্তন করা। অর্থাৎ এই স্কিমটি চালু করার পুর্বে যারা গ্রামীণ অর্থনীতির পরিবর্তন করার বিষয়ে সরকারকে তাদের বিভিন্ন ধারণা, আইডিয়া কিংবা নিজস্ব মতামত পাঠাবেন তারাই জিততে পারেন ওই ২ লাখ টাকা। আর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ তারিখ হচ্ছে ৩১ জানুয়ারি (January)।

কিভাবে অংশগ্রহণ করবেন প্রতিযোগিতায়?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে যারা গ্রামীণ অর্থনীতির উন্নয়নের বিষয়ে সরকারকে তাদের নিজস্ব মতামত আবেদনের মাধ্যমে পাঠাবেন তাদের মতামতের আবেদন পত্রটি ধারণা বাছাই করা হবে। এবং এর জন্য একটি টিম গঠন করা হবে। এরপর বিজয়ী ৫ জনকে সরকারের তরফ থেকে দেওয়া হবে ২ লাখ টাকা। এর জন্য আবেদনকারীকে www.prajjwalachallenge.com এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। তবে মনে রাখবেন আবেদনকারীর বয়সের কোনো সীমা নেই। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি।

আপনার জন্য
WhatsApp Logo