আইফোনের ৫ এমন স্যত কথা যা কম্পানি কখনোই বলেনি কাউকে, গোপন রেখেছে সবকিছু

সারা বিশ্বে আইফোনের প্রচুর সংখ্যক ব্যবহারকারী রয়েছে। সাধারণত আইফোনের ডিজাইন এবং এর উচ্চ দামের কারণে অ্যাপেল কম্পানির আইফোন পুরো দুনিয়াতে বিখ্যাত। মনে করা হয় যার কাছে টাকা আছে একমাত্র সেই ব্যক্তিই কেবলমাত্র একটি আইফোন কিনতে পারবেন। অন্যদিকে আইফোন যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের (Android device) থেকেও সুরক্ষিত মনে করা হয়। কিন্তু আপনি কি জানেন আইফোনের বিষয়ে ৫ এমন স্যতি কথা যা কিনা কখনো খোলসা করে বলেনি অ্যাপেল সংস্থা। এমনকি মানুষের কাছেও এই বিষয়ে খুব বেশি তথ্য নেই।

আইফোনের ৫ সত্য কথা জেনে নিনঃ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) অনেকে মনে করেন, আইফোন বোধহয় সহজে ভাঙে না। অনান্য যে কোন ব্র্যান্ডের থেকেও এর টেকসই বেশি হয়ে থাকে। পাশাপাশি এতে সহজে কোন সমস্যা ধরা পড়ে না। কিন্তু এটা একদমই ভুল। সাধারণ স্মার্টফোনের মতোই এটি মাটিতে পড়লে ভেঙে যেতে পারে। এবং সাধারণত স্মার্টফোনের মতোই এতে ডিসপ্লে থেকে শুরু করে বাকি সমস্যাও দেখা দিতে পারে।

২) অনেকে মনে করেন আইফোনের ব্যাটারি খুবই শক্তিশালী। যা দিয়ে সারাদিন চলে যায়। কিন্তু এই ধারণা একদমই ভুল। কারণ আইফোনে হাতে গোনা মাত্র কয়েকটি ডিভাইসেই দেয়া হয় কেবল শক্তিশালী ব্যাটারি।

Steve job founder of Apple
অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস

৩) আইফোন সহজে হ্যাক করা যায় না! যদি আপনি এটি ভেবে থাকেন তা একদমই ভুল। কারণ এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে আইফোনকে খুব সহজেই হ্যাক করে ফেলেছে হ্যাকাররা।আর আইফোন হ্যাকের বিষয়ে সংশ্লিষ্ট কর্তা অ্যাপেল কখনো কাউকে খোলসা করে কিছু বলেনি।

৪) আইফোনের ক্যামেরা একটি সাধারণ স্মার্টফোনের ক্যামেরার মতোই। মাঝে মধ্যে তো আইফোনের ক্যামেরার থেকেও ভালো হয় অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা। শুধুমাত্র কয়েকটি ডিভাইসেই বিশ্বের সেরা ক্যামেরা লেন্স ব্যবহার করে অ্যাপেল।

৫) আইফোনের প্রসেসর (processor) খুবই উন্নতমানের যা কখনো হ্যাং (hang) হয় না। এ কথা সত্য। তবে অনেকে ক্ষেতেই দেখা গিয়েছে আইফোনকে বেশি হ্যাং হতে অ্যান্ড্রয়েড ফোনের থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment