Thursday, October 10, 2024

ভারতীয় রেলের এই বিশেষ স্থানে চার দিক থেকে ট্রেন চলে, কোথায় এই রেল স্টেশন? জানলে অবাক হবেন

প্রতিদিন হাজার হাজার ট্রেন চলে। এবং সেই ট্রেনে চড়ে যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। অন্যদিকে ভারতীয় রেল হচ্ছে দুনিয়ার চতুর্থ সর্ববৃহৎ রেল যোগাযোগ মাধ্যম। আর এমনটি সম্ভব হয়েছে ভারতীয় রেলের এই দীর্ঘতম রেল ট্রাকের কারণে। কিন্তু আপনি কি জানেন ভারতে এমন একটি বিশেষ স্থান রয়েছে যেই স্থানে এক নয়, দুই নয় বরং চার দিক থেকে ট্রেন চলে। কোথায় রয়েছে সেই যায়গা যেখানে চার দিক থেকে ট্রেন চলে? জানলে আপনি চমকে উঠবেন।

 

সেই বিশেষ জায়গাটি হচ্ছে ডায়মন্ড রেলওয়ে ক্রসিং, এটি নাগপুরে অবস্থিত। নগপুরকে বলা হয় মহারাষ্ট্রের দ্বিতীয় রাজধানী। যাই হোক ভারতের অন্যান্য রেল ক্রসিং যেমন ২৪ ঘন্টা খোলা থাকে তেমনি ২৪ ঘন্টা খোলা থাকে নাগপুরের ডায়মন্ড রেলওয়ে ক্রসিংটিও। তবে সবথেকে মজার ব্যাপার হচ্ছে দেশের অন্যান্য রেল ক্রসিং গুলো যেমন খুব বেশি একটা বিজি (busy) নয়। আপনি চাইলে এসব ক্রসিং সহজেই পাড় করতে পারেন। কিন্তু ডায়মন্ড রেলওয়ে ক্রসিংটি সব থেকে আলাদা। কারণ এই ক্রসিং দিয়ে ৪ দিক থেকে ঘন ঘন ট্রেন চলে। এতোটাই চলে যে আপনি এই ক্রসিং দিয়ে বেশি সময় পাবেন না হেঁটে পাড় হবার জন্য। আর এই কারণেই দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই রেলওয়ে ক্রসিংটিকে দেখতে।

Diamond Railway Crossing, Nagpur:

জানা গিয়েছে, হাওড়া থেকে মুম্বাই ডবল লাইন রয়েছে যা এই রেল ক্রসিংয়ের মধ্যে দিয়ে যায়। অপরদিকে এই রেল ক্রসিংটি দেশের উত্তর এবং দক্ষিণের মধ্যে দিয়েও ডবল লাইন চলে গিয়েছে। যার কারণে ৪দিক থেকে ট্রেন আসতে পারে এবং যেতে পারে এই ক্রসিং হতে। আর এমন অদ্ভুত রেল ক্রসিং দেশের আর কোথাও নেই। জানা গিয়েছে এই ক্রসিংটি নিয়ে ভারতীয় রেলের বিশেষ ভাবনা রয়েছে। কারণ এই রেল ক্রসিংটি দেশের অন্যতম একটি ব্যস্ত রুটের মধ্যেই পড়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo