Friday, December 13, 2024

মেয়ের কথা ভেবে ১ হাজার টাকা করে রাখুন, কেন্দ্র সরকারের এই স্কিমে ফেরত পাবেন পুরো ৫ লক্ষ টাকা

যদি আপনার কোনো কন্যা সন্তান থেকে থাকে, এবং আপনি নিজের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়ের জন্য কিছু টাকা জমিয়ে রাখতে চান, তাহলে আপনি Sukanya Samriddhi Yojana- সম্পর্কে জেনে নিয়ে এই সরকারি যোজনায় টাকা বিনিয়োগ করতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে এমন একটি যোজনা,যেখানে আপনি যদি অন্তত হাজার টাকা করেও বিনিয়োগ করেন, তাহলে এই যোজনার সময়সীমা পূর্ণ হওয়ার পর আপনি এখান থেকে ৫০৯২১২ টাকা ফেরত পাবেন। একইভাবে যদি আপনি ১০ হাজার টাকা করে করেন, তাহলে মেয়ের বয়স ২১ হওয়ার পর আপনি মোট ৫১ লক্ষ ৩ হাজার ৭৩৭ টাকা ফেরত পাবেন।। তো কিভাবে আপনি এই টাকা পাবেন জানতে পড়তে থাকুন।

 

সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে একটি সরকারি যোজনা। এই যোজনা তৈরি করা হয়েছে মেয়েদের উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করেই। মেয়ের পড়াশোনার খরচ সহ বিয়ের খরচের জন্য যেই চিন্তা মা-বাবার মধ্যে থাকে, সেই চিন্তা কমানোর জন্যেই এই বিশেষ যোজনা।।

 

কারা সুকন্যা সমৃদ্ধি যোজনা পাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চাইলেই যেকোনো মা-বাবা নিজের মেয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা বিনিয়োগ করতে পারেন। তবে সেক্ষেত্রে একটি বিষয় হলো- এই যোজনায় টাকা বিনিয়োগ করার জন্য আপনার মেয়ের বয়স দশ বছরের নিচে হতে হবে।।

 

সুকন্যা সমৃদ্ধি যোজনার কিছু সুবিধা: দশ বছরের কম বয়সী যে-কোনো মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা বিনিয়োগ করা যাবে।

আপনি এখানে সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন। তবে এত কম টাকা রাখলে আপনি এখান থেকে লাভের পরিমাণটাও খুবই কম পাবেন।

আপনি এখানে যেই টাকা রাখবেন সেই টাকার উপর আপনি প্রতিবছর 7.6% সুদ পাবেন।।

আপনাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত-ই এখানে টাকা দিতে হবে। সেই নির্দিষ্ট সময়ের পরবর্তী চার বছর আপনি এখান থেকে শুধুমাত্র সুদ পাবেন।।

Sukanya Samriddhi Yojana

হাজার টাকা করে বিনিয়োগ করে কিভাবে ৫০৯২১২ টাকা ফেরত পাবেন?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি যত বেশি বিনিয়োগ করবেন ততো বেশি লাভ পাবেন। এখন যদি আপনি প্রতিমাসে ২৫০ টাকা করে জমা করতে চান, তাহলে আপনি সেটাও করতে পারেন। কিন্তু সাধারণ মানুষের লাভ এটাতেই হবে যে, যদি আপনি প্রতিমাসে ১০০০ টাকা করে ১৫ বছর পযর্ন্ত জমা করেন, তাহলে আপনার মোট জমা করা টাকার পরিমাণ হয় ১ লক্ষ ৮ হাজার টাকা। এর পরবর্তী ৫ বছর কোনো টাকা দিতে হবে না। এই পরবর্তী ৫ বছরে আপনার টাকার ওপরে আপনি ৭.৬% হারে সুদ পাবেন। এভাবে সুদ বৃদ্ধি পাওয়ার ফলে ৫ বছরে আপনার মোট টাকার পরিমাণ হবে ৫০৯২১২ টাকা। সুতরাং আপনি এখান থেকে ৪ লক্ষ টাকা সুদ হিসাবেই পেয়ে যাবেন। আর এই টাকা আপনি নিজের সন্তানের পড়াশোনা ছাড়াও বিয়ের কাজেও ব্যবহার করতে পারেন।।

আপনার জন্য
WhatsApp Logo