Saturday, July 27, 2024

কেন রোড না হওয়ার সত্তেও এই স্টেশনের নামের শেষে রোড লেখা আছে? আসল কারণ জানলে অবাক হবেন

ভারতীয় রেল পুরো বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম রেল যোগাযোগ মাধ্যম। এবং এশিয়ার মধ্যে ভারতীয় রেলের স্থান হলো দ্বিতীয়। আর এমনটি সম্ভব হয়েছে ভারতীয় রেলের এই দীর্ঘতম রেল ট্রাকের কারণে। কারণ ভারতের রেলওয়ে ট্র্যাক গুলি প্রায় ৯২,০৮১ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। তবে আপনি কি জানেন যাত্রী সুবিধার্থে ভারতে মোট ৮,৫০০ টি রেল স্টেশন রয়েছে। আর এই রেল স্টেশন গুলো থেকে প্রতিদিন ২২ মিলিয়ন মানুষ যাতায়াত করেন।

 

তবে আপনি যেনে অবাক হবেন যে ভারত তথা পশ্চিমবঙ্গে (West Bengal) এমন একটি রেল স্টেশন রয়েছে যার নামের শেষে রোড কথা লেখা আছে। যেমন ‘বিধাননগর রোড’। কিন্তু এই রেল স্টেশনটি তো কোন রোড নয় বরং এটি একটি স্টেশন, যার নাম হতে পারতো বিধাননগর স্টেশন। কিন্তু স্টেশন না হয়ে বিধাননগর রেল স্টেশনের নামের শেষে রোড লেখা আছে কেন আপনি কি তা জানেন? জানিয়ে দেই ভারতে আরও এমন অনেক রেল স্টেশন রয়েছে যেই স্টেশন গুলোর নামের শেষে রোড কথা বা সংক্ষেপে ইংলিশে RD লেখা আছে।

bidhannagar-railway-station.jpg

জেনে নিন স্টেশনের নামের শেষে রোড কথা লেখা হয়েছে কেনঃ 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আসলে কখনো কখনো একই শহরে দুটি রেল স্টেশন থাকে। এর মধ্যে একটি স্টেশন থাকে শহরের কেন্দ্রস্থলে। আবার আরেকটি রেল স্টেশন থাকে সামান্য দূরে। এমতাবস্থায় দুটি রেল স্টেশন যে পৃথক তা বোঝানোর জন্য কিছু কিছু রেল স্টেশনের নামের শেষে রোড বা ইংরেজিতে RD কথা লেখা থাকে। আবার হতে পারে ওই জায়গাটি হয়তো রোড নামেই বেশি পরিচিত সবার কাছে, যেমন ‘বিধাননগর রোড’ এই কারণেই স্টেশনের নামের শেষে রোড কথা লেখা হয়েছে।

আপনার জন্য
WhatsApp Logo