Wednesday, October 9, 2024

এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের সম্পর্কে অনেকেই জানেন না, ১ জন রিচার্জ করলেই চলবে ৫ জনের ফোন

সম্প্রতি ভারতীয় এয়ারটেল (Bharti Airtel) তাদের নতুন রিচার্জ প্ল্যান (Recharge plan) লঞ্চ করেছে, যেই রিচার্জ প্ল্যান অনুযায়ী এবার বাড়ির একটি ফোন রিচার্জ করলেই চলবে ৫টি ফোন। এরফলে কমে যাচ্ছে বাড়ির প্রতিটা সদস্যদের আলাদা আলাদা ফোন রিচার্জ করার ঝামেলা, পাশাপাশি বেঁচে যাবে অনেক টাকাও। তবে এয়ারটেলের এই নতুন রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে হলে অবশ্য আপনার বাড়ির ৫ সদস্যদেরই এয়ারটেল সীম থাকতে হবে।

 

এয়ারটেলের ১৪৯৯- এর প্ল্যান: এয়ারটেলের এই নতুন প্ল্যানে যদি আপনি আপনার এয়ারটেল PostPaid সীমটি ১৪৯৯ টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে এক রিচার্জেই আপনি আপনার বাড়ির ৫টি ফোন একসাথে চালাতে পারবেন। এই প্ল্যানে ৫ জন একসাথে ব্যবহার করতে পারবেন ডেটা, কলিং এবং আরও অন্যান্য সুবিধা। তবে এর জন্য থাকতে হবে অবশ্যই PostPaid সীম। এছাড়াও রয়েছে মোট ২০০ জিবি ডেটা (Data) সাথে Add অন করার সময় তারা সকলে আবার ৩০ জিবি করে ডেটা পাবেন। এছাড়াও রয়েছে ১০০টি SMS প্রতিদিন।

 

জেনে নিন এই রিচার্জ প্ল্যানে Netflix এর OTT সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন আপনি। সাথে পাবেন ৬ মাসের Amazon prime- এর সাবস্ক্রিপশন সহ ১ বছরের Disney+Hotstar- এর সাবস্ক্রিপশন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo