Saturday, July 27, 2024

কখনো সবুজ কখনো নীল, কেন ভারতে বিভিন্ন রঙের ট্রেন দেখতে পাওয়া যায়? জানলে চমকে উঠবেন

আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি হয়তো ট্রেন সফর করেছেন। তাই সম্ভবনাও রয়েছে আপনি বিভিন্ন রঙের ট্রেন দেখে থাকবেন। যেগুলো বিভিন্ন রঙে সজ্জিত। কিন্তু জানেন কি কেন ভারতে বিভিন্ন রঙের ট্রেন দেখতে পাওয়া যায়? উদাহরণস্বরূপ লালগোলা, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস কিংবা লোকাল ট্রেনের রঙ ভিন্ন ভিন্ন হয়ে থাকে কেন?। জানলে আপনি চমক উঠবেন।

যে কারণে বিভিন্ন রঙের ট্রেন দেখতে পাওয়া যায়ঃ

দুনিয়ার মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ রেল যোগাযোগ মাধ্যম হলো ভারতীয় রেল। ফলস্বরূপ যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলকে বিভিন্ন ধরনের ট্রেন বানাতে হয়েছে। যেমন ধরুন ধারে কাছে যাতায়াতের জন্য লোকাল ট্রেন এবং দূরে বা রাজ্যের বাইরে যেতে হলে বিভিন্ন ধরনের এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের আবার বিভিন্ন ভাগ রয়েছে। রয়েছে ট্রেনের কোচের ধরন। যেমন LHB কোচ ICF কোচ ইত্যাদি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Train

রিপোর্ট অনুযায়ী, মেইল ট্রেন এবং শতাব্দী এক্সপ্রেসের মতো বেশিরভাগ যাত্রীবাহী ট্রেনের কোচ সাধারণত নীল রঙের হয়ে থাকে। যা একটি ISF কোচ। আবার LHB কোচের ট্রেন গুলির রঙ লাল বা কখনো কখনো এই কোচের রঙ বিভিন্ন রকমেরও হয়ে থাকে। আসলে ট্রেনের কোচের বিভিন্নতা বোঝাতেই বিভিন্ন রঙয়ের হয়ে থাকে ট্রেনের কোচ গুলি।

আপনার জন্য
WhatsApp Logo