প্রতিটা মহিলারাই শাড়ি পড়তে পছন্দ করেন। ফলে সময়ের সাথে সাথে শাড়ির ফ্যাশনেও এসেছে বিভিন্ন পরিবর্তন। তাই যে কোন ঐতিহ্যবাহী অনুষ্ঠান কিংবা পার্টিতেও মহিলারা এখন শাড়ি পড়ছেন। তবে সবথেকে মজার ব্যাপার হলো ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও শাড়ি পড়তে পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন দ্রৌপদী মুর্মু যেই সিল্ক শাড়ি পড়েন তার দাম কতো? কি কি বিশেষত্ব রয়েছে এই সিল্ক শাড়ির জানলে চোখ কপালে উঠবে আপনার।
যে যে বিশেষত্ব রয়েছে দ্রৌপদী মুর্মুরের পড়েন এই সিল্ক শাড়ির এবং এই শাড়ির দাম।
জানা গেছে দ্রৌপদী মুর্মু যেই সিল্ক শাড়ি পড়েন এই শাড়িকে বলা হয় টুসার সিল্ক। যা তুসার সিল্ক ওয়াইল্ড ইন্ডিয়ান সিল্ক নামেও পরিচিত। এই সিল্কের সুতো তৈরি করা হয় Antheraea Paphia নামক একধরনের পোকার লালা থেকে যারা শুধু মাত্র অর্জুন গাছের পাতা খায়। রিপোর্ট অনুযায়ী এই সিল্কের সুতো তৈরি করা হয় ছত্রিশগড় এবং রায়গড় জেলায়। জানা গিয়েছে, বিশেষ এই ধরনের সিল্কের শাড়ি শুরু মাত্র হলুদ এবং বাদামী রঙেরই হয়ে থাকে।
কতো টাকা দাম এই সিল্ক শাড়ির?
জানা যায় এই টুসার সিল্ক শাড়ির দাম হয়ে থাকে ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা। টুসার সিল্কের শাড়ি সাধারণ তার বর্ডারের রঙের জন্য বিখ্যাত