Saturday, December 2, 2023

এই ছোট্ট সেটিং বন্ধ না করলে হ্যাক হতে পারে আপনার WhatsApp, অতিসত্বর বন্ধ করুন

সারা বিশ্বে প্রায় কয়েক বিলিয়ন মানুষ WhatsApp ব্যবহার করেন। তাই সম্ভাবনা রয়েছে আপনিও হয়তো কথা কিংবা চ্যাট করার জন্য ব্যবহার করে থাকেন এই WhatsApp। কিন্তু আপনি কি জানেন আপনার WhatsApp অ্যাপ্লিকেশনের মধ্যে ছোট্ট একটি সেটিংস রয়েছে যেই সেটিংস যদি আপনি চালু থেকে বন্ধ না করেন তাহলে আপনার WhatsApp একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তাই অতিসত্বর বন্ধ করে ফেলুন সেই সেটিংসটি।

যেই সেটিংস বন্ধ করা করা জরুরিঃ 

গত মাসেই বিপুল সংখ্যক WhatsApp ব্যবহারকারীদের ডেটা চলে গিয়েছিল একটি হ্যাকার টিমের কাছে। এরপর হ্যাকাররা সেই ডেটা বিক্রি করে দেয় ডার্ক ওয়েবে (Dark Web)। ঠিক এবারেও WhatsApp সিকিউরিটি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। যেখানে বলা হয়েছে হ্যাকাররা এবার ফিশিং লিংকের মাধ্যমে আপনাকে বিভিন্ন GIF ছবি পাঠিয়ে খুব সহজেই হ্যাক করে নিতে পারে আপনার WhatsApp একাউন্ট। যেটা আপনিও চাইলেও ধরতে কিংবা বুঝতে পাবেন না। তাই হ্যাক থেকে বাঁচতে এখনই ছোট্ট এই সেটিং বন্ধ করুন আপনার WhatsApp এ।

বন্ধ করুন এই সেটিংসঃ 

) প্রথমে আপনার WhatsApp একাউন্টে প্রবেশ করুন। এরপর ডান দিকে থাকা 3 ডট মেনুতে ক্লিক করে সেটিংস এ প্রবেশ করুন।

WhatsApp security

) এরপর Chat অপশনটি বেছে নিন। সেখানে গিয়ে আপনি media visibility অপশনটি বন্ধ করে দিলেই হ্যাকাররা আর আপনার WhatsApp একাউন্ট হ্যাক করতে পারবে না। তবে মনে রাখবেন, যদি সেটিংসটি আগে থেকেই বন্ধ করা থাকে তাহলে খুবই ভালো।

আপনার জন্য
WhatsApp Logo