#অফবিট লাইফস্টাইল ডেস্কঃ মেলাতে গিয়ে তেলে ভাজা মিষ্টি খাবারের মধ্যে অন্যতম একটি হল জিলাপি। জিলাপি খেতে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজে একটিও পাওয়া যাবে না। তাই মেলাতে গিয়ে জিলাপি ভাজার দোকানে গিয়ে ভিড় দেখলে বোঝা যায় এর জনপ্রিয়তা কতো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জনপ্রিয় এ তৈলাক্ত মিষ্টি খাবারের ইংরেজী নাম কি?
সব কিছুরই ইংরেজীতে অর্থ রয়েছে। সব খাবারকেই ইংরেজিতে কিছু না কিছু বলে ডাকা হয়। কিন্তু আফসোস 99.9% মানুষই জানেন না জিলাপিকে ইংরেজিতে কি বলা হয়! তাই আপনিও যদি তেমন একজন মানুষের মধ্যে হয়ে থাকেন যিনি জিলাপিকে ইংরেজিতে কি বলা হয় জানেন না, তাহলে যেনে নিন।
কি বলা হয় ইংরেজিতে জিলাপিকে?
জিলাপিকে ইংরেজিতে বলা হয় jilapi বা zilapi। কিন্তু ইন্টারনেটে সার্চ করলে জিলাপির ইংরেজি অর্থ দেখাবে jellyfish।
আপনি কি জানেন ফুচকার ইংরেজি শব্দ কি?
ফুচকা কে সাধারণ ভাবে Fushka-কাই বলা হয়ে থাকে। কিন্তু ইংরেজীতে ফুচকার নাম ইন্টারনেটে সার্চ করলে দেখায় rash