জেলাশাসকের অফিস থেকে জেলার কন্যাশ্রী প্রকল্পে খুবই কম শিক্ষাগত যোগ্যতায় ; বেশ কিছু শূন্য পদে ডেটা ম্যানেজার পদের চাকরি খালি রয়েছে। এই পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের উক্ত পদে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ডেটা ম্যানেজার পদে নিয়োগ সংক্রান্ত যেসমস্ত বিষয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সে সকল বিষয়-ই নিম্নে উল্লেখ করা হলো। আগামী প্রার্থীরা বিস্তারিত পড়ে নিতে পারেন।
▪ পদের নামঃ ডেটা ম্যানেজার (Data Manager)
▪ শূন্যপদ সংখ্যাঃ চারটি শূন্য পদে ডেটা ম্যানেজার নিয়োগ করা হবে.
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সঃ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৭ বছর বয়সী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
▪ মাসিক বেতনঃ ডেটা ম্যানেজার হিসেবে চাকরি পেলে আপনি মাসিক ১১ হাজার টাকা বেতন পাবেন।
▪ শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য আপনাকে অবশ্যই প্রথমত যেকোনো শাখায় স্নাতক পাস বা গ্রাজুয়েট হতে হবে। গ্রাজুয়েট হওয়া ছাড়াও আপনার কিন্তু কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকতে হবে এবং ১ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
▪ আবেদনের তারিখ: সেপ্টেম্বর মাসের ৪ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।
▪ নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে।
১) প্রথমত প্রার্থীদের চল্লিশ নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে হবে।
২) সেই পরীক্ষায় পাশ করলে তাদের ৫০ নম্বরের একটি কম্পিউটার টেস্ট দিতে হবে।
৩) এবং সর্বশেষে ১০ নম্বরের একটি পার্সোনাল ইন্টারভিউ বা ভাইভা টেস্টের ভিত্তিতে বাছাই করে প্রার্থীদের মূল পদে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান : government of West Bengal, office of the district magistrate, Birbhum
▪ আবেদনপ্রক্রিয়া:
প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপসমূহ ফলো করুন।
১) প্রথম ধাপের অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।
২) দ্বিতীয় ধাপে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড সহ ওয়েবসাইটে লগইন করে নিন।
৩) খুবই সহজ ভাবে আবেদন করে ফেলুন।
৪) আবেদন সম্পর্কে কোনো প্রশ্ন/জিজ্ঞাসা থাকলে’ birbhumdpmukanyashree@gmail.com‘ এখানে ইমেইল করতে পারেন।
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক:
বিষয় সমূহ | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
রেজিস্ট্রেশন করুন | এখানে ক্লিক করুন |
লগইন করুন | এখানে ক্লিক করুন |
আবেদনের গাইডলাইন | এখানে ক্লিক করুন |
For More Information | Download Now |
Official Notification | Download Now |