Wednesday, September 18, 2024

শুধু খাওয়ার জন্য নয়, এবার কলা দিয়েই দূর হবে মুখের সব ব্রন, জানুন ব্যবহারের পদ্ধতি

#হেল্থ ডেস্কঃ কলায় রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট। তাই কলা খাওয়া শরীরের জন্য অত্যন্ত ভালো। কিন্তু কলা যে শুধুমাত্র খাওয়ার জন্য ব্যবহার হবে তা কিন্তু নয়। কারণ এবার কলার আরো একটি বিশেষ গুন সম্পর্কে জানা গিয়েছে। এবার কলা দিয়েই দূর হবে মুখের সব ব্রন। কি শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই স্যতি।

এবার আর মুখের ব্রন দূর করার জন্য আপনাকে বিভিন্ন কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহার করতে হবে না। জেনে নিন কলা দিয়ে কিভাবে মুখের ব্রন দূর করবেন।

কলা দিয়ে মুখে ব্রন দূর করার উপায়ঃ  

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) কলার খোসায় রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। তাই একটি কলার খোসা নিয়ে সেটি মুখের ব্রনের জায়গায় ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন। ততক্ষন পর্যন্ত ম্যাসাজ করুন যতক্ষণ না পর্যন্ত কলার খোসার সাদা অংশ নোংরা না হয়ে যাচ্ছে।

) প্রথমে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর কলার খোসা বেটে সেটির পেষ্ট তৈরি করে মুখে মাখতে পারেন। কলার খোসার পেষ্ট ব্রন দূর করতে খুব ভালোভাবে কাজ করবে আগের পদ্ধতির থেকেও। এরপর সব শেষে ১০ মিনিট ধরে সেই পেষ্ট মুখে রেখে গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

 

) কলার খোসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। তাই এক বাটি গরম জলের সাথে কলার খোসার পেস্ট মিশিয়ে, একটু ঘন তরল বানিয়ে সেই তরল দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন। দিনের যে কোন সময়। রোজ এভাবে মুখ ধুলে ১ সাপ্তাহেরও কম সময়ে দূর হয়ে যাবে মুখের সমস্ত ব্রন।

বিঃদ্রঃ– কোন কিছু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ আমরা সমস্ত পদ্ধতি বিভিন্ন তথ্য সুত্রের ভিত্তিতেই এখানে লিখেছি।

আপনার জন্য
WhatsApp Logo