ডাক্তাররা এতো এতো ঔষধের নাম মনে রাখেন কিভাবে? ৯৯% মানুষেরই রয়েছে এ নিয়ে কৌতুহল

#অফবিট নিউজ ডেস্কঃ শরীর খারাপ হলেই আমারা ডাক্তারের কাছে ছুটে যাই। এরপর ডাক্তার বাবু আমাদের বেশ কয়েকটি ঔষধ দিলে সেই ঔষধ খেলেই দুই একদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় শরীর। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ডাক্তাররা এতো এতো ঔষধের নাম কিভাবে মনে রাখেন? যেখানে প্রত্যেকটা ঔষধের নাম এতোটাই কঠিন, যে কারো পক্ষেই সেই নাম উচ্চারণ তো দুরের কথা ঔষধের নাম পর্যন্ত মনে থাকে না।

যেভাবে ডাক্তররা এতো এতো ঔষধের নাম সহজেই মনে রাখেন, জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিছু ডাক্তারদের মতে জ্বর ,গ্যাসের বা পেটে ব্যথার ঔষধের নাম খুব সহজেই মনে রাখা যায়। কিন্তু ব্যথার ঔষধের নাম গুলো মনে রাখা সম্ভব। অন্যদিকে অ্যান্টিবায়োটিক (Antibiotics) এবং ঘুমের ঔষধের নাম গুলো খুব কষ্ট করে মনে রাখতে হয় তাদের। ঔষধ বিষয়ক ডাক্তারদের একটি দল জানিয়েছে, যারা চর্ম রোগ বিশেষজ্ঞ তাদের চেম্বারে কোন রোগী আসলে সেই চর্ম রোগের ঔষধ দিতে দিতে ঔষধের নাম গুলো মনে থেকে যায় তাদের।

ডাক্তররা আরও বলেন, কিছু ব্র্যান্ড আছে যেসমস্ত ব্র্যান্ডের ঔষধের নাম গুলো তাদের মনে রাখা আবশ্যক। কোন ঔষধ কতটা ফলদায়ক তা বুঝতে কনফারেন্স বা সেমিনার ডিসকাশনের আয়োজন করা হয় ডাক্তারদের তরফ থেকে। এছাড়াও চেম্বারে রোগী এলে রোগীরা বিভিন্ন ব্রান্ডের মলম বা ঔষধের দাবি করেন থাকেন। কিন্তু একজন ডাক্তার নতুন অবস্থায় কোন ভাবেই সেই সমস্ত ঔষধ কিংবা মলমের নাম তার পক্ষে মনে রাখা অসম্ভব। তবে ধিরে ধিরে ঔষধ দিতে দিতে একসময় ঔষধের নাম গুলো মনে থেকে যায় ডাক্তারদের।

তবে কিছু ডাক্তার আছেন যারা কেবল ঔষধের প্রথম এবং শেষ নামের অক্ষর মনে রেখেই ঔষধের পুরো নাম বলে দিতে পারেন।

#আরো পড়ুনঃ ট্রেনের পিছনে ‘X’ চিহ্ন থাকে কেন? এর অর্থ কি? জানলে মাথা ভনভন করে ঘুরবে আপনার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment