একটা বোতাম টিপলেই মিলবে কনকনে ঠান্ডা থেকে মুক্তি, বাজার কাঁপাচ্ছে হিটার জ্যাকেট, দাম কতো?

#টেক নিউজ ডেস্কঃ শীত পুরোপুরি পরেই গেছে। তাই শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই সবাই নিশ্চয়ই সোয়েটার-জ্যাকেট কেনা শুরু করে দিয়েছেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আর মাত্র ১ সপ্তাহ পরেই কনে কনে জাগিয়ে শীত পড়তে চলছে পুরো বাংলা জুড়ে। তাই কনে কনে ঠান্ডার হাত থেকে বাঁচতে এখনই প্রস্তুতি নিন।

যেহেতু ঠান্ডা পড়েই গেছে তাই সবাই ঠান্ডা থেকে বাঁচতে সোয়েটার কেনা শুরু দিয়েছেন। অপরদিকে বাজারেও মিলছে বিভিন্ন রকম স্টাইলের সোয়েটার। তবে এবারে এধরনের বিশেষ সোয়েটার পুরো বাজার কাঁপাচ্ছে। আর ওই বিশেষ সোয়েটারটি হল ইলেকট্রিক স্বয়ংসম্পূর্ণ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা যাচ্ছে একটি মাত্র বাটন প্রেস করলেই পুরো শরীর গরম করে দিতে সক্ষম ওই ইলেকট্রিক হিটার জ্যাকেটটি। এর জন্য জ্যাকেটের মধ্যে রয়েছে দুটি পৃথক হিটিং এলিমেন্ট। যা মুহুর্তেই মুক্তি দেবে কনকনে ঠান্ডা থেকে। কোম্পানি জানিয়েছে, নারী পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন এই ইলেকট্রিক হিটার জ্যাকেটটি। চাইলে যে কোন সাধারণ জ্যাকেটের মতোই নোংরা হলে ধুয়ে ফেলতে পারবেন এ হিটার জ্যাকেট। শুধু তাই নয়, পাওয়ার অফ করার জন্য জ্যাকেটটিতে রয়েছে একটি LED লাইট। চাইলে মিডিয়াম এবং হাই পাওয়ার সেট করেও গা গরম করতে পারবেন।

কতো টাকা দাম এই heater jacket এর?

Amazon এ ৫৩ ডলারে আর্থ ৪,৩৮০ টাকায় পাওয়া যাচ্ছে এই ইলেকট্রিক হিটার জ্যাকেটটি। রয়েছে ৫ স্টার রিভিউ।

#আরো পড়ুনঃ ইলেকট্রিক বিল কমে হবে অর্ধেক, মিটারের পাশেই বসিয়ে দিন ৫০০ টাকার এই মেশিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment