Tuesday, December 10, 2024

গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা এসব সংখ্যা কিসের? এগুলো সিরিয়াল নম্বর নয়, তাহলে এ সংখ্যার অর্থ কী জানেন?

#অফবিট নিউজ ডেস্কঃ দেশের অনেক জায়গায় পাইপলাইনের মাধ্যমে LPG গ্যাস সরবরাহ করা হয়। আবার অনেক জায়গায় সিলিন্ডারের মাধ্যমে সরবরাহ করা হয় এ রান্নার গ্যাস। কিন্তু কখনো কি বাড়িতে গ্যাস সিলিন্ডারে গাঁয়ে থাকা B-25, A-23 বা Fick C-25 এ নম্বর গুলো খেয়াল করেছেন? বলতে পারবেন এ নম্বর গুলো কিসের? এ নম্বর গুলো কিন্তু গ্যাস সিলিন্ডারের সিরিয়াল নম্বর নয়। তাহলে কিসের নম্বর এগুলো?

এমন অনেকে জিনিসই আছে যাদের গায়ে কিছু নম্বর বা কোড লেখা থাকে। কিন্তু আমার অধিকাংশই জানি না এ নম্বর বা কোড গুলোর আসল মানে কি! বা মনে কখনো কৌতুহল তৈরি হলেও এর সঠিক উত্তর আমরা কোথায় খুঁজে পাইনা। বা অনেকে আবার অলসতার কারণে খোঁজার চেষ্টা করেন না। তেমনি একটি হলো গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা নম্বর।

কি এই নম্বরে অর্থ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গ্যাস সিলিন্ডারের গায়ে সবসময় A,B,C এবং D দিয়ে নম্বর যোগ করা থাকে। আসলে এ নম্বর গুলো হলো গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ। কিন্তু কিভাবে? A, B,C এবং D এগুলো ইংরেজী মাস গুলিকে নির্দেশ করে। অর্থাৎ, A মানে হলো জানুয়ারি থেকে মার্চ মাস। B মানে হলো এপ্রিল থেকে জুন। C মানে জুলাই থেকে সেপ্টেম্বর। এবং D মানে হল অক্টোবর থেকে ডিসেম্বর মাস।

তাহলে আপনার গ্যাস সিলিন্ডারে যদি C-23 লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার LPG সিলিন্ডারের মেয়াদ 2023 সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা এসব নম্বর সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ।

আপনার জন্য
WhatsApp Logo