Wednesday, October 9, 2024

পাঁচ বছর আগের হারিয়ে যাওয়া নাকছাবি পাওয়া গেল ফুসফুসের ভেতর থেকে, প্রাণে বাঁচল যুবক

The young man found the lost tattoo from inside the lungs

#নিউজ ডেস্কঃ ৩৫ বছর বয়সী জোয়ি লাইকিন। প্রতিদিনের মতোই নাকছাবি পড়ে রাতে ঘুমিয়েছিলেন। কিন্তু সকাল হতেই সেই নাকছাবি উধাও! জোয়ি ভেবেছিলেন হয়তো সেই নাকছাবি ঘরের মধ্যেই কোথাও একটা খুলে পড়ে গিয়েছে। তাই জোয়ি সেই নাকছাবি নিয়ে তেমন আর কোন মাথা ঘামাননি।



তবে সেই হারিয়ে যাওয়া নাকছাবি খুঁজে পাওয়া গেল দীর্ঘ ৫ বছর পরে। তাও আবার জোয়ির ফুসফুসের ভেতর থেকে। ঘটনাটি আমেরিকার ওহায়োর ঘটনা।

৫ বছর পরের ঘটনা। বেশ কদিন ধরেই তীব্র কাশি হচ্ছিল জোয়ির। তাই তিনি চলে গেলেন চিকিৎসকের কাছে। চিকিৎসক ভেবেছিলেন হয়তো নিউমোনিয়া হয়েছে জোয়ির। তাই ফুসফুসের অবস্থা বুঝতে X-ray রিপোর্ট বার করেন চিকিৎসক। কিন্তু একি! রিপোর্ট পরিক্ষা করতে গিয়ে চিকিৎসক দেখেন জোয়ির ফুসফুসের বাম দিকে ঘোড়ার ক্ষুরের মতো কি যেন একটা।



চমকে ওঠেন চিকিৎসক। পরে তিনি বুঝতে পারেন ওটা নাকছাবি।

এক সাপ্তাহ ধরে কাশি হচ্ছিল জোয়ির। সাথে বন্ধ হয়ে আসছিল দম। তাই চিকিৎসকের কাছে ছুটে গিয়েছিলেন তিনি। সেখানে জোয়ির ফুসফুস পরিক্ষা করা হলে চিকিৎসক জানায় তার ফুসফুসে আটকে রয়েছে একটি নাকছাবি। পরে ব্রঙ্কোস্কোপি করে সেই নাকছাবি বের করা হয় জোয়ির ফুসফুসের ভেতর থেকে।
 
জোয়ি বলেন, ওই নাকছাবি তার ফুসফুসের ভেতরে কিভাবে আসলো তিনি কিছুই জানেন না। তিনি তো শুধু নাকছাবি পড়ে রাতে ঘুমিয়েছিলেন, কিন্তু সকালে উঠে দেখেন নাকছাবি নেই। চিকিৎসক জানিয়েছেন, হতে পারে ওই নাকছাবি খুলে জোয়ির শাসনালীতে আটকে গিয়েছিল। এবং পরে তা সেখানেই ছিল।
আপনার জন্য
WhatsApp Logo