Monday, October 14, 2024

বিরল রোগে আক্রান্ত ৪ সন্তান, দৃষ্টি চলে যাবার আগেই তাদের নিয়ে বিশ্ব ঘুরতে বের হলেন মা

The mother showed the children around the world before they lost their sight

 

#নিউজ ডেস্কঃ রেটিনাইটিস পিগমেন্টোসা নামক এক বিরল রোগে আক্রান্ত ৪ সন্তান। ডাক্তার জানিয়েছেন এ রোগ হলে ধীরে ধীরে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে মানুষ। তাই ৪ সন্তানের দৃষ্টি শক্তি চলে যাবার আগেই তাদের নিয়ে পুরো বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন মা-বাবা। ঘটনাটি কানাডার।
 
ওই দম্পতি সর্বপ্রথম এ রোগটি লক্ষ্য করেছিলেন তাদের বড় ছেলে মিয়ার উপর। এরপর ৩ বছরের ছোট ছেলে এডিথ এবং সেবাস্টিয়ানার মধ্যেও ধীরে ধীরে ধরা পড়ে এ রোগ। সবশেষে ছোট মেয়ে সোফিয়ার মধ্যেও এ রোগের উপসর্গ পাওয়া যায়। যা অতি চিন্তার বিষয়।
 
 
৪ সন্তান অন্ধ হয়ে যাবার আগেই পুরো বিশ্ব ঘুরে দেখাবেন বলে তাদের নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন ওই দম্পতি। ডাক্তার বলেন, খুব শীঘ্রই অন্ধ হয়ে যাবে ওই ৪ শিশু। তাই দৃষ্টি চলে যাবার আগেই এ পৃথিবীর সৌন্দর্যতম জায়গা গুলি সন্তানদের ঘুরে দেখাতে চান ওই দম্পতি।
 
 
 
২০১৯ সালে এক পরিক্ষার মাধ্যমে ওই দম্পতি জানতে পারেন তাদের ৪ সন্তানের মধ্যেই বিরল এ রোগের উপস্থিতি রয়েছে। এর আগে এডির মধ্যে এ রোগ সর্বপ্রথম লক্ষ্য করা যায়। ওই দম্পতি বুঝতে পারেন এডির দৃষ্টি শক্তি আগের থেকেও অনেক কমে এসেছে। চোখ দিয়ে সব কিছুই ঘোলাটে দেখছে যে।
 
ডাক্তার বলেন এটি একটি বংশগত রোগ। তাই এ রোগের কোন চিকিৎসা নেই। এমনকি এ রোগ রয়েছে তাদের মা-বাবার মধ্যেও। ফলে একটা নির্দিষ্ট বয়সের পর দৃষ্টি শক্তি চলে যাবে মিয়া, এডি, সেবাস্টিয়ান ও সোফিয়ার।
 
 
দুবছর আগে সন্তানদের নিয়ে বিশ্ব ঘুরতে বেরিয়েছেন ওই দম্পতি। কিন্তু অতিমারির কালে অনেক দেশেই ঢুকতে পারেননি তাঁরা। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও মার্চ মাসে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েন তাঁরা।
 
জানা গেছে, সন্তানদের নিয়ে এখন পর্যন্ত জাম্বিয়া, তানজানিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং আফ্রিকা ঘুরে ফেলেছেন ওই দম্পতি।
আপনার জন্য
WhatsApp Logo