WhatsApp tricks: কেউ ব্লক করে দিয়েছে? ব্লক করার সত্ত্বেও WhatsApp এ তার সাথে কথা বলবেন কিভাবে ভাবে, জানুন

Chat with blocked person in WhatsApp
#টেক ডেস্কঃ অনলাইন সুবাদের দরুন কারো সাথে আমনা সামনি কথা বলার থেকেও সবচেয়ে বেশি কথা হচ্ছে অনলাইন চ্যাটিং এপ্লিকেশন (Online Chatting aplication) গুলোর মাধ্যমে। আর এসব এপ্লিকেশন গুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে whatsapp। পুরো বিশ্বে প্রায় সবাই ব্যবহার করে থাকেন এ এপ্লিকেশন’টি। ফলস্বরূপ WhatsApp এ কেউ আপনাকে ব্লক করার সত্ত্বেও তার সাথে কথা বলবেন কিভাবে?

আপনি চাইলে সরাসরি Block খুলতে পারবেন না। যতক্ষণ না ওই ব্যক্তি নিজ ইচ্ছায় block খুলে দিচ্ছে। তবে অন্য একটি রাস্তা আছে। যাতে করে ওই ব্যক্তির সাথে কথা বলতে পারবেন আপনি।

|WhatsApp এ Block করার সত্ত্বেও কীভাবে তাঁর কথা বলবেন? 
.প্রথমে একটি গ্রুপ খুলতে বলুন আপনার কোন এক বন্ধুকে। এরপর ওই গ্রুপে আপনাকে যে block করেছে তার নাম্বারটা Add করতে বলুন তাকে।

.এরপর আপনিও Add  হয়ে যান ওই গ্রুপে। এরপর বন্ধুকে বলুন সেই গ্রুপ থেকে বেরিয়ে যেতে। এরপর দেখুন আপনি আর আপনাকে যে block করেছে তিনিই কেবল এ গ্রুপে আছেন।

.এবার এ গ্রুপে তার সাথে কথা বলুন।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment