Saturday, July 27, 2024

Google Job: ধরা দিল স্বপ্ন, ৩৯ বার প্রত্যাখ্যান হওয়ার পর ৪০ বারে গুগলে চাকরি পেলেন যুবক

After being rejected 39 times, the young man got a job at Google 40 times

#নিউজ ডেস্কঃ ২০১৯ সালের ২৫ আগষ্ট গুগলে প্রথম চাকরির (Google job) জন্য আবেদন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা টেইলর কোহেন (Taylor Cohen) কিন্তু ২০১৯ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত টানা ৩ বছর ধরে ইন্টারভিউ (interview) দেওয়ার পর কোহেনকে ৩৯ বার প্রত্যাখ্যান করে গুগল। এরপর শেষমেষ ৪১ তম ইন্টারভিউ দেওয়ার পর গত ১৯ জুলাই গুগলে চাকরি পেয়ে যান এই যুবক।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোহেনের স্বপ্ন ছিল গুগলের উন্নয়নে অংশীদার হওয়া। তাই ৩৯ বার প্রত্যাখ্যান হওয়ার পরেও তিনি কখনও হাল ছেড়ে দেননি। আর এজন্য অধ্যবসায় ও উন্মাদনার মধ্যে একটি সূক্ষ্ম লাইন ধরেছেন তিনি এবং নিজের মধ্যে ব্যর্থতার কারণ খুঁজে বের করেন। গুগলে চাকরী পাওয়ার বিষয়ে কোহেন তার Linda ding প্রোফাইলে জানান, ৩৯ বার প্রত্যাখ্যানকে আসলে প্রত্যাখ্যানের নজরে দেখেননি। এটিকে তিনি অভিজ্ঞতা হিসেবেই মনে করেছেন।

২০১৯ সালের ২৫ আগস্ট গুগলে প্রথম চাকরির জন্য আবেদন করেন এবং ২০২২ সালের ১৯ জুলাই চাকরির খবর পাওয়ার পর কোহেন বলে, এতো গুলো মাস কেটে গেলেও তিনি একের পর এক ইন্টারভিউ (interview) দিতে থাকেন। এমনকি ব্যর্থ হওয়ার পরও চেষ্টা থেকে বিরত থাকেননি। কোহেন বলেন, গুগলের মতো কোম্পানিতে নিজের চাকরি পাওয়া সুখবর। তবে গুগলে চাকরি পাবার আগে ডোরড্যাশ নামক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন কোহেন।
আপনার জন্য
WhatsApp Logo