Saturday, July 27, 2024

Lottery: শশুর বাড়িতে গিয়ে দুই ভায়রাভাইয়ের ভাগ্য বদল, খবর এলো কোটিপতি দুই আদরের জামাই

The two sons-in-law won 1 crore rupees in the lottery while visiting their father-in-law's house

#নিউজ ডেস্কঃ শশুর বাড়িতে বেড়াতে গিয়ে ভাগ্য খুলে গেল দুই রাজমিস্ত্রী জামাইয়ের। খবর এলো তাদের কোটিপতি হওয়ার সুখবর। মাত্র ১৫০ টাকা দিয়ে লটারি (Lottery) কেটেই ১ কোটি টাকা জিতে নিলেন এই দুই জন ভাইরাভাই। বুধবার  (Wednesday) বীরভূমের মুরারইয়ে ঘটেছে এ ঘটনা। অন্যদিকে জামাই দুটো রাতারাতি বড়লোক হওয়ার খবর শুনে বেশ খুশি তাদের শশুর বাড়ির লোকজনও। বাজার থেকে বাড়ি ফিরতেই তাদের আগে মিষ্টি মুখ করান তাঁরা।

ঘটনা চক্রে জানা যায়, শশুর বাড়ী বেড়াতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরে ঘুরতে বেড়িয়েছিলেন সৌমেন মণ্ডল অরূপ কোনাই নামে এই দুজন। হঠাৎই মাথায় চাপে লটারির টিকিট কাটার। তবে লটারির টিকিটের মূল্য ছিল ১৫০ টাকা। কিন্তু কোটি টাকার থেকেও ওই দুই যুবকের কাছে তখন ১৫০ টাকাই বেশ বড় ব্যাপার মনে হয়েছিল। এরপর লটারির (Lottery) টিকিট না কাটারই সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু পরে আবার গভীর চিন্তা ভাবনা করে দুজন মিলে ৭৫/৭৫ টাকা ভাগাভাগি করে শেষমেষ সেই লটারির টিকিটটি সাহস করে কিনেই ফেলেন।

জানা গেছে, বেলা ১টার সময় লটারির টিকিট ফল (Lottery Results) সামনে আসে। এরপর দেখা যায় সেই টিকিটেই ১ কোটি টাকা জিতেছেন এই দুজন। খবর পোঁছে যায় শশুর বাড়িতে। এরপর শশুর বাড়ীর লোকজন সহ ২ ভাইরাভাই চলে যায় মুরারই থানায়। পুলিশদের (Police) অবগত করতে।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উখ্নাডাঙা গ্রামের সৌমেন মণ্ডল ও বীরভূমের পাইকর থানার কলহপুর গ্রামে বাড়ি অরূপ কোনাইয়ের। মুরারই থানার প্যারা গ্রামের দুই মেয়েকে বিয়ে করেছিলেন তাঁরা। লটারিতে এতো গুলো টাকা জিতে শশুর বাড়ীর লোকজনের কাছে এখন জামাইরাজা হিসেবেই পরিচিতি পাচ্ছেন এই দুই ভাইরাভাই।
আপনার জন্য
WhatsApp Logo