Saturday, July 27, 2024

Bank থেকে টাকা withdraw করতে গেলে চেক বইয়ের পাতায় সবসময় ‘মাত্র’ লেখা থাকে কেন? বা লিখতে হয় কেন?

Why is 'only' always written on the page of check book when withdrawing money from bank?

#নিউজ ডেস্কঃ ব্যাংকে (Bank) টাকা তুলতে গেলে তারা আমাদেরকে একটি উইথড্র ফর্ম (withdraw from) দেয়। যেই ফর্মের ভিতর একাউন্ট নাম্বার (Account number), একাউন্ট উপভোক্তা নাম (Account holder Name) ও টাকার পরিমাণ লিখে নির্দিষ্ট কাউন্টারে (Counter) জমা করলেই তাঁরা আমাদেরকে টাকা দিয়ে দেয়। এমতাবস্থায় উইথড্র ফর্ম বা চেক পূরণ করতে গিয়ে আপনি হয়তো টাকার পরিমাণ লেখার পর, তার শেষে মাত্র বা Only কথাটি লিখেছেন। করণ, এটা বাধ্যতামূলক বা কখনো কখনো তা আগে থেকেই লেখা থাকে চেক বইতে। কিন্তু এটা লিখতে হয় কেন? ভেবে দেখেছেন কখনও?

পুরো ব্যাপারটাই নিরাপত্তা মূলক লেনদেনের সাথে জড়িত। কারণ টাকার অংক যখন শব্দের সাহায্যে লেখা হয় ( in words) তখন শুধু পঞ্চাশ হাজার লিখলেই তার পিছনে আরো কিছু সংখ্যা জুড়ে দেবার বিশেষ সুবিধা রয়েছে। যেমন, পঞ্চাশ হাজার তিনশ, সাতশো, নয়শো, কিংবা পঞ্চাশ লাখের পিছনে নিরানব্বই হাজার নয়শো লিখে দেওয়া যেতে পারে। কিন্তু যখন টাকার অংকের শেষে ‘মাত্র’ বা Only কথাটা লেখা হয় তখন পঞ্চাশ লাখের শেষে চাইলেই যে কেউ নিরানব্বই হাজার নয়শো লিখে দিতে পারবেন না। আর যদি কেউ এমনটি করে তাহলে সেটা সন্দেহজনক বা সেই চেকটি তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে।

অন্যদিকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে, অসদুপায় অবলম্বনের চেষ্টাকে প্রতিহত করতেই এ ব্যবস্থা এবং টাকার যে কোনো পরিমাণের ক্ষেত্রেই, পরিমাণ শব্দের সাহায্যে লেখার পর, “মাত্র” প্রযোজ্য।
আপনার জন্য
WhatsApp Logo