৬০ বছর পর ঘরে ফিরে এলো হারিয়ে যাওয়া বই, কীসের বই ওটা?

The lost book came back home after 60 years, what book is that?

#নিউজ ডেস্কঃ বিংশ শতাব্দীতে প্যাট্রিক ডেনিস ছিলেন যুক্তরাজ্যের জনপ্রিয় একজন লেখক। তিনি মূলত ভার্জিনিয়া রোয়ান্স ছদ্মনাম ও দ্য লাভিং কাপল নামে দুটি বই লিখেছিলেন। কিন্তু ১৯৫২ সালে তার লেখা দুটি বইয়ের ভিতর একটি হারিয়ে গিয়েছিল যুক্তরাজ্যের (United States) ইপসুইচের গেইনসবোরা কমিউনিটি নামক এক লাইব্রেরি থেকে। 

তবে বিগত ৬০ বছর আগে হারিয়ে যাওয়া ওই বইটি আবারও তার নিজের ঘর অর্থাৎ লাইব্রেরীতে ফেরত আসে। ক্রোয়েশিয়ার (Croatia) দুব্রোভনিক নামক এক লাইব্রেরি কর্তৃপক্ষ বইটি ফেরত দিয়েছেন ইপসুইচের গেইনসবোরা কমিউনিটির সেই লাইব্রেরীতে। মূলত একসময় বইটিকে দান করা হয়েছিল সেই লাইব্রেরিতে। অধ্যাপক লেভি জানান, যুক্তরাজ্যের ওই লাইব্রেরিটিই বইটির মূল মালিক ছিল। তাই খুঁজে পেয়ে বইটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

কমিউনিটি লাইব্রেরির তথ্যবিষয়ক উপদেষ্টা কিম রিসবি বলেন, বইটি একসময় অনেক দূরে চলে গিয়েছিল। এভাবে বইটি ফেরত পাওয়া সত্যি এক বিস্ময়কর ঘটনা। যদিও হারিয়ে যাওয়া বইটি ক্রোয়েশিয়ার লাইব্রেরীতে কিভাবে পৌঁছালো সেই বিষয়ে একটি চিঠি লিখে বইয়ের ভেতর রেখে দিয়েছিলেন লেভি।

এই প্রসঙ্গে কিম রিসবি বলেন, বইটি ফেরত আসার ঘটনা তিনি মোটেও বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি ইন্টারনেটে (internet) খুঁজে দেখেন ওই এলাকায় একই নামে আর কোনো লাইব্রেরি আছে কি না।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment