Friday, September 13, 2024

৪৪ জন মৃত, ৫৬ জন নিখোঁজ, ২৫ জন আহত, ৩৯৫৭ জন আশ্রয়হীন মানুষ! ভয়াবহ বন্যা পরিস্থিতি ব্রাজিলে

44 dead, 57 missing, 25 injured and 3956 homeless people! Extreme levels of flood danger were announced in Brazil

#নিউজ ডেস্কঃ গত কয়েকদিন ধরেই ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা (flood) পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই বন্যার জেরে অন্তত ৪৪ জন নিহত, ৫৬ জন নিখোঁজ, ২৫ জন আহত ও ৩৯৫৭ জন মানুষ আশ্রয়হীন অবস্থায় রয়েছে। একই সাথে রোববার (Sunday) ২৯ মে (May) পর্যন্ত এই বন্যার কবলে পড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের কাজ করছে উদ্ধারকারী দল। এমনটাই জানায়, বার্তা-সংস্থা এএফপি।

খবরে বলা হয়, এখন পর্যন্ত ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও ৩ হাজার ৯৫৭ জন মানুষ আশ্রয়হীন। এবং ৫৩৩ জনের ঘর-বাড়ি ভেসে গিয়েছে এই বন্যায়। ব্রাজিলের আবহাওয়া অফিস (Weather office) জানায়, রোববার (Sunday) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে দেশটিতে। এছাড়াও ঝড় হাওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

দেশটির গন মাধ্যম জানায়, বিপর্যস্ত এলাকাগুলোতে প্রায় ১২০০ কর্মী অনুসন্ধান ও উদ্ধার কাজ করছে। এছাড়াও স্বেচ্ছাসেবকের একটি দল রেসিফ ও দোস গুয়াররাপেরের (Guarrap) সীমান্তে জার্দিম মন্টেভার্ডে এলাকায় ধ্বংসস্তূপ পরিষ্কার করছে। লুইজ এস্তেভা আগুয়ার নামে একজন স্থানীয় বলেন, গত কয়েকদিনের বন্যা পরিস্থিতিতে তিনি তার বোন ও ভগ্নিপতিসহ মোট ১১ জন আত্মীয়কে হারিয়েন। তবে দেশটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হলেও সকালের দিকে ঝড় কমে গেছে বলে জানিয়েছে দেশটির সরকার কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রবল বৃষ্টিতে মারাত্মক ভূমিধ্বস ও বন্যায় বিপর্যস্ত দেশটির উত্তর-পূর্ব এলাকা। সোমবার দেশটির প্রধানমন্ত্রী জাইর বলসোনারো (Zaire Balsonaro) দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে পরিদর্শনে যাবে বলে সাংবাদিকদের জানান।
আপনার জন্য
WhatsApp Logo