Friday, September 13, 2024

পাত্রী দেখতে এসে টাকা পয়সা সব লুটে নিয়ে চলে গেল পাত্রের বাবা!

When-he-came-to-see-the-bride-he-took-all-the-money-and-left

#নিউজ ডেস্কঃ এক কলেজ পড়ুয়া মেয়েকে দেখতে এসে টাকা পয়সা সব লুটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলো পাত্রের বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে, রোববার (Sunday) যশোর (Jessore) জেলার শার্শা উপজেলার সেতাই গ্রামে।

গ্ৰামবাসীদের অভিযোগ, ওই ব্যক্তি প্রথমে নিজেকে সেনাবাহিনী অফিসারের বাবা বলে দাবি করেছিল। আর এরপরেই সেতাই গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে পল্লী শাহাবুল ইসলামের (Shahabul Islam) বাড়িতে আসেন তার কলেজ পড়ুয়া মেয়েকে দেখতে।

গ্ৰামবাসীরা জানান, বাড়িতে নতুন আত্মীয় এসেছে দেখে শাহাবুল ইসলাম এবং পরিবারের বাকি সদস্যরা মিলে ওই ব্যক্তির জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করতে চলে যান। আর এরপরেই ওই ব্যক্তি  ঘরের আলমারি ভেঙে নগদ ৮৪ হাজার টাকা সহ মূল্যবান সোনা-দানা চুরি করে নিয়ে চম্পট দেয়।

এদিকে ভুক্তভোগী শাহাবুল ইসলাম তিনি জানিয়েছেন, তিনি একজন পল্লি চিকিৎসক। পাশাপাশি বিকাশের একজন এজেন্ট। তাই তার বাড়িতে সব সময় মোটা টাকা রাখা থাকতো। আর এরপরেই শাহাবুল ইসলাম ওই প্রতারক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আপনার জন্য
WhatsApp Logo