Wednesday, September 18, 2024

৩ মাসের কন্যা সন্তানকে সাতবার বিক্রি করলেন বাবা!

#নিউজ ডেস্কঃ মাত্র ৩ মাসের কন্যা সন্তানকে সাতবার বিক্রি করলেন বাবা। এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের এক শিশু পাচারকারী দলের ১১ জনকে গ্রেফতার করেছে হায়দারাবাদ (Hyderabad)  পুলিশ। ঘটনায় মঙ্গলগিরি (Mangalgiri) থানার ডিএসপি (DSP) জে রামবাবু তিনি জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারের পর তার মার হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, শিশুটির বাবা মোনোজ দুটি কন্যা সন্তান জন্ম নেবার কারণে নেশার টাকা যোগাড় করতে তিনি তার একটি মেয়েকে পাচারের ছক কষেছিলেন।  এরপর একটি পাচারকারী দলের হাতে তিনি তার ৩ বছরের মেয়েকে তুলে দেন। এবং ৭০ হাজার টাকা থেকে ৭ বার হাত বদল হওয়ার পর সেই শিশুটির দাম পৌঁছায় আড়াই লাখ টাকায়। এরপর বিজয়ওয়াড়া (Vijayawada) থেকে পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। 
 
জানা যায়, শিশুটি পাচার হওয়ার পর মেয়েটির মা এবং ঠাকুমার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল পুলিশ। এবং তদন্তে নেমে একটি বড় পাচারকারি দলের সন্ধান পায় তারা। এবং দোষীদের গ্রেফতার করা হয়েছে।
আপনার জন্য
WhatsApp Logo