Saturday, July 27, 2024

Akhilesh Yadav: ক্ষমতায় আসলে সবাই ১ কেজি করে ঘী পাবে।

 

#বিস্তারিতঃ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী হলে সবাই মাসে ১ কেজি করে ফ্রিতে ঘী পাবে। এমনটাই জানিয়েছেন সমাজবাদী পার্টির (Samajwadi party ) মূখ্য নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। শুধু তাই নয়, ঘী ছাড়াও অন্যান্য রেশন সামগ্রী  বিনামূল্যে আগামী ৫ বছর ধরে তাদের দেওয়া হবে। 

মঙ্গলবার(Tuesday) ভোট প্রচারে গিয়ে অখিলেশ যাদব বিজেপিকে (BJP) তোপ দাগিয়ে বলেন, বিজেপির(BJP) দেওয়া রেশন সামগ্রী  দরিদ্র মানুষেরা শুধু ভোট পর্যন্তই পাবে। ভোটের পরে এই পরিষেবা আর মিলবে না। আগে নভেম্বর (November) পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ছিল। কিন্তু যখন উত্তরপ্রদেশে (UP)  নির্বাচনের তারিখ ঘোষণা করা হল, তখন তারা বললো শুধু এপ্রিল (April) মাস পর্যন্ত রেশন দেওয়া হবে।  এমনকি দিল্লি(Delhi) বাজেটেও রেশনের জন্য আলাদা  কোন  তহবিল বরাদ্দ করা হয়নি।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অখিলেশ আরো বলেন, সমাজবাদী পার্টি আগেও রেশন দিয়েছে, এবং উওর প্রদেশ(Uttar Pradesh) বিধানসভা নির্বাচনে জয়ী হলে সমস্ত দরিদ্র এবং গরিব মানুষের জন্য একদম  বিনামূল্যে(Free) রেশন দেওয়া হবে। শুধু তাই নয়, সঙ্গে থাকবে সরষের তেল এবং দুটি করে গ্যাস সিলিন্ডার(LPG Cylinder) পাশাপাশি ১ কেজি করে “ঘী” প্রতিমাসে তো থাকছেই।  

এছাড়াও অখিলেশ যাদব আরো অভিযোগ করেন, বিজেপি (Bhartiya Janata party) সরকার যে সমস্ত রেশন দেয় তা গুনগত দিক থেকে খুবই নিম্নমানের। কখনো কখনো তো চিনির মধ্যে কাঁচের মতোন কিছু খুঁজে পাওয়া যায়। এছাড়াও বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানেও আশ্বাস দিয়েছেন অখিলেশ। অখিলেশ বলেন, উত্তরপ্রদেশে বিভিন্ন  ক্ষেত্রগুলোতে প্রায় ১১ লক্ষের মত ফাঁকা  পদ রয়েছে। যদি সমাজবাদী পার্টি ক্ষমতায় আসে তাহলে ওই ১১ লক্ষ পদে বেকার যুবক যুবতীদের নিয়োগ করা সম্ভব হবে।

#আরো পড়ুনঃ ৫ বছর ধরে ১৩ ছাত্রীকে ধর্ষন এক শিক্ষকের!

আপনার জন্য
WhatsApp Logo