Thursday, December 7, 2023

জোরে কথা বলে চাকরি হারিয়ে ফেললেও ১ কোটি টাকা পেলেন শিক্ষিকা

 UK: জোরে কথা বলে চাকরি হারিয়ে ফেললেও ১ কোটি টাকা পেলেন শিক্ষিকা। 

Although she lost her job for speaking loudly, the teacher got 1 crore rupees
চিত্রঃ সংগৃহীত।

বিস্তারিতঃ  মধ্যে ইউরোপীয় ইহুদি হওয়ার কারণে প্রায়শই উচ্চ স্বরে কথা বলতেন ৫৯ বছর বয়সী অ্যানেট প্লাউড নামে এক স্কুল শিক্ষিকা। আর এই উচ্চ কন্ঠের কারণেই চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে।  

এই বিষয় ইউনিভার্সিটি অফ এক্সেটার (Exeter) কর্তৃপক্ষ তাদের  একটি সাফাইয়ে জানায়, অ্যানেটকে ছাত্রদের সঙ্গে খারাপ আচরণের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। জানা গিয়েছে, অ্যানেট প্লাউড ওই বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৯ বছর ধরে শিক্ষকতা করতেন। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন ঘৃণ্য অপরাধের জন্য অ্যানেটা কোর্টে মামলা করেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষক আরো বলেন, তাকে চাকরীচ্যুত করার সঙ্গে তার জাতপাত যোগ্যতা এমনকি লিঙ্গের কোন সম্পর্ক ছিলনা। 

কিন্তু  অ্যানেট জানান, যখন তিনি নিউইয়র্ক বা জাপানে (Japan) থাকতেন এবং সেখানে কাজ করতেন তখন তার এই উচ্চ স্বরে কথা বলায় কারো কোন সমস্যাটি ছিল না। এমনকি অ্যানেট ওই বিশ্ববিদ্যালয়কে পক্ষপাতদুষ্ট বলেও অভিহিত করেন।

এবং এর পরেই আদালত দ্বারস্থ হন তিনি। অ্যানেটের পক্ষে রায় দেয় বিচারক। সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেকে তাকে চাকরিতে পূর্ণ নিয়োগ এবং ১লক্ষ ইউরো (১কোটি ইন্ডিয়ান রুপি) ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেন কর্তৃপক্ষকে।

আরো পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ালেই দেওয়া হবে কঠিন সাজা, নতুন আইন সৌদি সরকারের



আপনার জন্য
WhatsApp Logo