১০,১০০,৫০০ টাকার নোট ছাপাতে কতো টাকা খরচ হয়? কোন নোট ছাপাতে খরচ হয় সবচেয়ে বেশি, জানেন?

#অফবিট নিউজ ডেস্কঃ এই মুহুর্তে সবার কাছেই ১০, ১০০ টাকার নোট রয়েছে। তবে আপনি যদি একটু ধনী হন তাহলে ৫০০ কিংবা ১০০০ টাকার নোট থাকা আপনার কাছে কোন অস্বাভাবিক বিষয় নয়। তবে আপনি কি জানেন ১০, ১০০, ৫০০, কিংবা ২০০ টাকার নোট ছাপাতে কতো টাকা খরচ হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI-এর? কোন নোট ছাপাতেই বা খরচ হয় সবচেয়ে বেশি?

২০২১-২২ এর আর্থিক নীতি মালায় ২০, ৫০ এবং ১০০ টাকার নোটের বিক্রয় মূল্য কিছুটা বেড়েছে। তবে ৫০০ টাকার নোটের বিক্রয় মূল্য গত বছরের তুলনায় চলতি বছরে ১০ টাকা কমে গিয়েছে। দ্যা হিন্দু বিজনেসলাইনের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নোট মুদ্রান লিমিটেড তথা বিআরবিএনএমএল তথ্য সুত্র অনুসারে, গত বছরে ১০ টাকার নোটের বিক্রয়মূল্য ছিল ১০০ পিসের জন্য ৯৬০ টাকা। সেই হিসেবে একটি ১০ টাকার নোট ছাপাতে এখন খরচ হয় ৯৬ পয়সা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian rupee

যত টাকার নোট ছাপাতে যত টাকা খরচ হয়ঃ 

২০ টাকার ১টি নোট ছাপার খরচ ৯৫ পয়সা।

১০০ টাকার ১ টি নোট ছাপানোর খরচ ১ টাকা ৫১ পয়সা।

৫০০ টাকার ১ টি নোট ছাপানোর খরচ ২ টাকা ৫৭ পয়সা।

২০০০ টাকার ১ টি নোট ছাপানোর খরচ ৪ টাকা ১৮ পয়সা।

RBI জানিয়েছেন, পুরোনো নোটের থেকেও নতুন নোট ছাপানোর খরচ একটু বেশি। আগে পুরোনো ৫০০ টাকার একটি নোট ছাপাতে লাগতো ৩ টাকা ৯ পয়সা। এখন নতুন একটি ৫০০ টাকার নোট ছাপানোর খরচ হয় পুরোনো নোটের চেয়ে ৫২ পয়সা কম।

#আরো পড়ুনঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতের দিনার, পাত্তা পায়না ডলারও, জানেন কেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment