ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা, ভারতীয় বায়ু সেনায় Group C কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জানুন

আপনি কি এই মুহূর্তে সরকারি চাকরির খোঁজ রয়েছেন? যদি আপনি কম শিক্ষাগত যোগ্যতায়ভালো সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন,তাহলে এই মুহূর্তে ইন্ডিয়ান এয়ারফোর্সে আপনার জন্য চাকরির দারুন সুযোগ রয়েছে। কারণ সম্প্রতি ইন্ডিয়ান এয়ার ফোর্সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রচুর সংখ্যক শূন্য পদের কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক ইন্ডিয়ান এয়ার ফোর্সে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কোন কোন পদে চাকরি খালি রয়েছে এবং কিভাবেই বা আপনি তাদের জন্য আবেদন জানাতে পারবেন।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নাম ও মোট শূন্যদ:

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী Indian Air Force-এ Group-C লেভেলের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। যেমন-

১)Multi Tasking Staff (MTS)

২) Lower Division Clerk (LDC)

৩) Store Keeper

৪) Cook (Ordinary Grade)

৫) Mess Staff

৬) Senior Computer Operator সহ আরো বেশ কিছু পদে মোট ১৩৫টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

ইন্ডিয়ান নেভিতে গ্রুপ সি লেভেলের যে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে, সেখানে আপনারা মাধ্যমিক,উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। যেমন-

১) House Keeping Staff / MTS / Mess Staff / Cook পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ (10th)।

২) LDC / Store Keeper পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ (12th) এবং টাইপিং এর দক্ষতা থাকা আবশ্যক।

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন ভালোভাবে দেখে নেবেন।

 

বয়সসীমা:

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা অতিরিক্ত বয়স ছাড় পাবেন।

মাসিক বেতন:

ইন্ডিয়ান এয়ার ফোর্স গ্রুপ সি লেভেলের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে এবং প্রতিটি পদের মাসিক বেতনই আলাদা। তবে কোন একটি পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হতে পারে ১৮,০০০/- টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮১,০০০/- টাকা পর্যন্ত।

 

আবেদন পদ্ধতি (Offline):

এই নিয়োগের আবেদন সম্পূর্ণ অফলাইনে করতে হবে। আবেদন করার পদ্ধতি হলো নিম্নরূপ-

১) প্রথমে অফিশিয়াল নোটিফিকেশন থেকে নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করতে হবে।

২) ফর্মটি ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস সহ পূরণ করুন।

৩) এরপর আবেদন পত্রটিকে একটি নির্দিষ্ট খামে ভরুন এবং খামের উপর “APPLICATION FOR THE POST OF …” লিখে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। যেহেতু প্রতিটি পদের ঠিকানা আলাদা, তাই অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে পদের পাশে নির্দিষ্ট অফিসের নাম দেখে ঠিকানা ঠিকভাবে দেখে নিন।

আবেদন মূল্য:

এই নিয়োগে আবেদন করার জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া:

প্রার্থীদের নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে। যথা-

১) প্রথমে প্রতিটি পদের জন্য নির্ধারিত বিষয়ে লিখিত পরীক্ষা হবে।

২) কুক, ড্রাইভার বা কারিগরি পদের জন্য Skill Test হবে।

৩) এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল ভিত্তিতে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।।

আবেদন করার শেষ তারিখ: 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আবেদন পাঠাতে হবে।

Download official notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment