শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই যদি আপনি কোনও একটি ব্যাঙ্কে স্থায়ী চাকরির স্বপ্ন দেখে থাকেন, তাহলে Indian Overseas Bank (IOB)- আপনার জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছে। সম্প্রতি Indian Overseas Bank’র তরফে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে Local Area Officer পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
পদের নাম:
Indian Overseas Bank-এ মূলত Local Area Officer বা লোকাল এরিয়া অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ব্যাঙ্কের বিভিন্ন শাখায় গ্রাহকদের পরিষেবা, ফিল্ড ভিজিট এবং অন্যান্য ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ পরিচালনা করাই এই পদের মূল দায়িত্ব।
শূন্যপদ:
সারা দেশে মোট ৪০০টি শূন্যপদে লোকাল এরিয়া অফিসার নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্যও উল্লেখযোগ্য সংখ্যক শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদের জন্য আবেদন করতে চাইলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। এর পাশাপাশি, সাধারণ কম্পিউটার জ্ঞান থাকতে হবে যেমন, মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল, টাইপিং ইত্যাদি বিষয়গুলিতে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো।
বয়সসীমা:
প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা যেমন SC, ST, OBC – তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
মাসিক বেতন:
যারা সুযোগ পাবেন, তারা প্রতি মাসে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি:
এই পদের জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। এরপর নির্দিষ্ট তারিখে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে নির্বাচিত হলে, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার পরেই নিয়োগপত্র দেওয়া হবে।
আবেদন মূল্য:
এই নিয়োগের জন্য কোনো আবেদন মূল্য নেওয়া হবে না, অর্থাৎ আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদনের জন্য নিচের নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন।-
১) প্রথমে IOB (Indian Overseas Bank)-এর অফিসিয়াল ক্যারিয়ার পেজে যান –https://iob.in/careers.
২) সেখানে Local Area Officer Recruitment 2025 লিংকে ক্লিক করুন।
৩) এরপর যে আবেদন ফর্মটি খুলবে, সেখানে সমস্ত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে “Submit” বাটনে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৪ মে ২০২৫।
আবেদন করুন: Apply Now