আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ভালো বেতনের একটি পদে স্থায়ী চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য একটি বড় সুযোগ রয়েছে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কয়েক হাজার পদে সার্কেল বেসড অফিসার (SBI COB recruitment 2025) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে এই যে বিরাট সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, সেখানে কত সংখ্যক শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে, মাসিক বেতন কত হবে এবং কী যোগ্যতাত আবেদন করা যাবে-এই সবই বিস্তারিত নিম্নে উল্লেখ করা হলো।
পদের নাম ও শূন্যপদ:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে মোট দেশের বিভিন্ন রাজ্যের SBI সার্কেলে ২৯৬৪টি শূন্যপদে সার্কেল বেসড অফিসার (Circle Based Officer) নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও, প্রার্থীর ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ৩১ মার্চ ২০২৫ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
মাসিক বেতন:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সার্কেল বেসড অফিসার পদের প্রার্থীরা মাসিক ৪৮,৪৮০/- টাকা বেতন পাবেন। এছাড়াও অন্যান্য ভাতা ও সুবিধা থাকবে।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদেদ সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য:
১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “RECRUITMENT OF CIRCLE BASED OFFICERS” ক্লিক করুন।
২) এরপর সেখানে “Apply Online” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
৩) এরপর প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস আপলোড করুন।
৪) আবেদন ফি দিয়ে এবং ফর্ম সাবমিট করুন।
আপনার অনলাইন আবেদন করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার নিকটবর্তী যেকোন সাইবার ক্যাফেতে গিয়ে সেখান থেকেও অনলাইন আবেদন করতে পারেন।
আবেদন ফি:
General/OBC/EWS প্রার্থীদের ৭৫০/- টাকা আবেদন মূল্য দিতে হবে। অন্যদিকে SC/ST/PwBD প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ:
মে মাসের ২৯ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে।
আবেদন করুন: Apply Now