সেমি কন্ডাক্টর ল্যাবরেটরী (SCL) থেকে ২০২৫ সালে, ফের একবার প্রকাশিত হয়েছে ‘SCL Assistant’ নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার দীর্ঘ প্রতিক্ষায় ছিলেন,,তাদের জন্য রইলো বিস্তারিত তথ্য। দেখে নিন SCL Assistant নিয়োগের মোট শূন্য পদ,মাসিক বেতন, যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ সমূহ।
নিয়োগ কারি সংস্থা বা কর্তৃপক্ষ:
কেন্দ্রীয় সংস্থা ‘Semi-Conductor Laboratory (SCL).
পদের নাম:
সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি থেকে ‘SCL Assistant’ নিয়োগ করা হবে।
শূন্যপদ সংখ্যা:
উল্লেখিত সংস্থায় এবছর অর্থাৎ ২০২৫ সালে মোট 25 জনকে নিয়োগ করা হবে।
মাসিক বেতন:
একজন ‘SCL Assistant’ হিসাবে আপনার মাসিক বেতন হবে ২৫,৫০০/ টাকা থেকে ৮১,১০০/টাকার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো বিষয়ে স্নাতক পাস অর্থাৎ গ্রাজুয়েট হওয়ার পাশাপাশি যদি আপনার কম্পিউটার ব্যবহারের জ্ঞান থেকে থাকে,তাহলেই আপনি সেমিকন্ডাক্টর ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন জানাতে পারেন।
বয়সসীমা:
যদি আপনার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি উক্ত পদ আবেদন জানাতে পারেন । এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদেদ অবশ্যই বয়েসের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি:
‘SCL Assistant’ পদের জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। অনলাইন আবেদন করার লিংক আপনাদের জন্য নিচে দেওয়া হয়েছে। অফিসিয়াল পোর্টাল থেকে আপনাদের কিভাবে আবেদন জানাতে হবে সেই সম্পর্কিত যাবতীয় গাইডলাইন অফিশিয়াল বিজ্ঞপ্তি ৮ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। তাই সেগুলো অবশ্যই পড়ে নিয়ে তারপর আবেদন জানাবেন।
আবেদন মূল্য:
UR/OBC প্রার্থীদের ৯৪৪/ টাকা এবং বাকি ক্যাটাগরির প্রার্থীদের ৪৭২/ টাকা আবেদনমূল্য দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:
জানুয়ারির ২৭ তারিখ থেকে ফেব্রুয়ারি ২৬ তারিখ পর্যন্ত আবেদন করা প্রক্রিয়া চলবে।
নিয়োগপ্রক্রিয়া:
প্রার্থীদের ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। পরীক্ষার সিলেবার এবং কোশ্চেন প্যাটার্ন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনারা দেখে নিতে পারেন।
আবেদন করুন: Apply Now
Download official notification
বিঃদ্রঃ – যারা এখানে আবেদন করবেন পরবর্তীতে যে কোন প্রকার আপডেট পাওয়ার জন্য এখানে নজর রাখুন ( CLICK HERE)