মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বিরাট সংখ্যক শূন্যপদে চাকরিখালি রয়েছে কেন্দ্রীয় সংস্থা ‘Border Roads Organization’ এ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সংস্থায় কোন কোন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ কত খালি রয়েছে? কিভাবে আবেদন করতে হবে-এই সবই জানতে পারবেন আজকের এই চাকরির খবরে।
নিয়োগ কারি সংস্থা বা কর্তৃপক্ষ:
কেন্দ্রীয় সংস্থা ‘Border Roads Organization’.
পদের নাম:
বর্ডার রোড অর্গানাইজেশনে মূলত মাল্টি টাস্কিং ওয়ার্কার (MTW) হিসেবে-
১)Cook, ২) Mason, ৩) Blacksmith, ৪) Mess Waiter পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ সংখ্যা:
বর্ডার রোডস অর্গানাইজেশনে সমস্ত পদ মিলিয়ে মোট ৪১১ জন কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন:
নির্বাচিত প্রার্থীরা উপরিক্ত পদ গুলিতে মাসিক সর্বনিম্ন ১৮,০০০/ এবং সর্বোচ্চ ৫৬ হাজার ৯০০ টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
উপরে যেসমস্ত পদের উল্লেখ করা হয়েছে তার মধ্যে যেকোনো একটি পদে আবেদন করতে গেলে আপনার নূন্যতম মাধ্যমিক পাস (10th Pass) শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। এছাড়াও আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদের কাজ অবশ্যই জানতে হবে।
বয়সসীমা:
বিজ্ঞপ্তি তে বলা হয়েছে আপনার বর্তমান বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অবশ্যই বয়েসের ক্ষেত্রে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
১) অফিসিয়াল বিজ্ঞপ্তির ৪ নম্বর পৃষ্ঠায় আবেদন পত্র দেওয়া হয়েছে।
২) সেই আবেদন পত্রটি ডাউনলোড করে সেটির প্রিন্ট আউট বের করে আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে।।
৩) আবেদনপত্র আপনাদের কিভাবে পূরণ করতে হবে এবং কোন কোন বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেই সমস্ত গাইডলাইন আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিত ৭ নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন।
৪) সমস্ত গাইডলাইন মেনে সেই অনুযায়ী আবেদনপত্র পূরণ করে সেটা আপনাদের নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
Commandant, GREF Centre, Pune. 411015
আবেদন মূল্য:
SC/ST কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না। কিন্তু বাকি ক্যাটাগরির প্রার্থীদের ৫০ টাকা আমাদের মূল্য হিসেবে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:
জানুয়ারির ১১ তারিখ থেকে ফেব্রুয়ারি ২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।।
নিয়োগপ্রক্রিয়া:
প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট, মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।
Download official notification