Thursday, January 16, 2025

বিনামূল্যে ট্রেনিং দিয়ে চাকরি, কলকাতা এয়ারপোর্টে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ NSCBI এর উপর থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের যে সমস্ত চাকরি-প্রার্থীর নিচে দেওয়া নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চাকরি করার সুযোগ পাবেন। তাই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

 

 

• পদের নাম: এখানে পদের নাম হচ্ছে

) Graduate Apprentice-Engg. Civil ( ৬ টি)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) Graduate Apprentice – Engg. Electrical ( ৮ টি)।

৩) Diploma Apprentice -Engg. Civil ( ৫ টি)

) Diploma Apprentice – Engg. Electrical ( ৬ টি)

) Trade Apprentice (ITI)-Engg. Electrical ( ২ টি)

• মোট শূন্যপদ সংখ্যা: এখানে মোট শূন্যপদ সংখ্যা ২৭ টি।

• শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে;

 

• Graduate Apprentice: প্রার্থীদের অবশ্যই একটি সম্পূর্ণ চার বছরের পূর্ণকালীন (রেগুলার) ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যা AICTE কর্তৃক স্বীকৃত।

• Diploma Apprentice: প্রার্থীদের অবশ্যই তিন বছরের পূর্ণকালীন (রেগুলার) ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং-এ, যা উল্লেখিত বা সমতুল্য শাখাগুলোর যেকোনো একটি থেকে হতে হবে এবং এটি AICTE কর্তৃক স্বীকৃত হতে হবে।

ITI Trade Apprentice: প্রার্থীদের অবশ্যই ITI থেকে সংশ্লিষ্ট বা সমতুল্য ট্রেড/স্পেশালাইজেশন/ডিসিপ্লিনে NCVT -এর সার্টিফিকেট থাকতে হবে, যা DGT ভারতের কর্তৃক প্রদত্ত।

• ট্রেনিং এর সময়সীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের ১ বছর ট্রেনিং দেওয়া হবে।

• মাসিক স্টাইপেন: 

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৬ বছর চাওয়া হয়েছে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

নিয়োগ স্থান: Kolkata, NSCBI Airport

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদেরকে নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদন করার step by step guide দেওয়া রয়েছে, যা দেখেও খুব সহজে আবেদন করা যাবে।

আবেদন করার শেষ তারিখ: ৩১/১২/২০২৪

আবেদন করুন: Apply Now

Download official notification

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo