আপনি কি বাড়িতে বসে চাকরি করতে চান? তাহলে Dish TV smart নিয়ে এসেছে একটি দুর্দান্ত চাকরির সুযোগ। যেখানে হাউস ওয়াইফ, স্টুডেন্ট এমনি বেকার চাকরি-প্রার্থীরা Dish TV Inbound Calls এ চাকরি করে মাসিক ভালো টাকা রোজগার করতে পারবেন। তাই আপনি যদি এতে আগ্রহী হন বিস্তারিত পড়ে নিন আমাদের এই প্রতিবেদনটি।
• পদের নাম: এখানে Dish TV smart উক্ত পদের নামটি হচ্ছে Inbound Calls।
• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে দশম শ্রেণী পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন প্রার্থীর আবেদন করতে পারবেন। সেই সাথে থাকতে হবে ইংলিশ এবং হিন্দিতে ভালো কমিউনিকেশন স্কিল।
• মাসিক বেতন: যারা এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে বেতন per call এর ভিত্তিতে বেতন দেওয়া হবে।
• বয়সসীমা: এখানে বয়সের কোনো উর্ধসীমা নেই, তবে সর্বনিম্ন বয়স ১৮ বছরে হলেই এখানে আবেদনকারীরা আবেদন করতে পারবে।
• কাজের বিবরণ: Dish TV-এর গ্রাহকরা যেকোনো সমস্যার (যেমন সিগন্যাল সমস্যা, প্যাকেজ আপডেট, বিল পেমেন্ট ইত্যাদি) সমাধানের জন্য কল করেন। আপনাকে তাদের সমস্যাগুলো শুনে দ্রুত সমাধান দিতে হবে।
• কাজের ধরন: এটি সম্পূর্ণরূপে ওয়ার্ক ফ্রম হোম জব।
• কার আবেদন করতে পারবেন: যাদের বাড়িতে নিজস্ব ল্যাপটপ অথবা কম্পিউটার এবং wi-fi ব্রডব্যান্ড রয়েছে কেবলমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক প্রার্থীদেরকে নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে পর্যাপ্ত বিবরণ দিয়ে ফরমটি পূরণ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: যারা এখানে আবেদন করবেন সে সমস্ত প্রার্থীরা শর্টলিস্ট হবার পর কোম্পানি তরফ থেকে তাদের সাথে ইমেল অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করা হবে।
আবেদন মূল্য: এখানে কোন প্রকার কোন আবেদন মূল্য দিতে হবে না কোন চাকরি-প্রার্থীদের।
আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব ( ASAP)
আবেদন করুন: Apply Now