Wednesday, January 15, 2025

ওয়ার্ক ফ্রম হোম, dish TV smart এ কাস্টমার সাপোর্ট পদে কর্মী নিয়োগ! যোগ্যতা 12th/graduation

আপনি কি বাড়িতে বসে চাকরি করতে চান? তাহলে Dish TV smart নিয়ে এসেছে একটি দুর্দান্ত চাকরির সুযোগ। যেখানে হাউস ওয়াইফ, স্টুডেন্ট এমনি বেকার চাকরি-প্রার্থীরা Dish TV Inbound Calls এ চাকরি করে মাসিক ভালো টাকা রোজগার করতে পারবেন। তাই আপনি যদি এতে আগ্রহী হন বিস্তারিত পড়ে নিন আমাদের এই প্রতিবেদনটি।

 

 

• পদের নাম: এখানে Dish TV smart উক্ত পদের নামটি হচ্ছে Inbound Calls।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে দশম শ্রেণী পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন প্রার্থীর আবেদন করতে পারবেন। সেই সাথে থাকতে হবে ইংলিশ এবং হিন্দিতে ভালো কমিউনিকেশন স্কিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মাসিক বেতন: যারা এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে বেতন per call এর ভিত্তিতে বেতন দেওয়া হবে।

• বয়সসীমা: এখানে বয়সের কোনো উর্ধসীমা নেই, তবে সর্বনিম্ন বয়স ১৮ বছরে হলেই এখানে আবেদনকারীরা আবেদন করতে পারবে।

 

• কাজের বিবরণ: Dish TV-এর গ্রাহকরা যেকোনো সমস্যার (যেমন সিগন্যাল সমস্যা, প্যাকেজ আপডেট, বিল পেমেন্ট ইত্যাদি) সমাধানের জন্য কল করেন। আপনাকে তাদের সমস্যাগুলো শুনে দ্রুত সমাধান দিতে হবে।

• কাজের ধরন: এটি সম্পূর্ণরূপে ওয়ার্ক ফ্রম হোম জব।

• কার আবেদন করতে পারবেন: যাদের বাড়িতে নিজস্ব ল্যাপটপ অথবা কম্পিউটার এবং wi-fi ব্রডব্যান্ড রয়েছে কেবলমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক প্রার্থীদেরকে নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে পর্যাপ্ত বিবরণ দিয়ে ফরমটি পূরণ করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: যারা এখানে আবেদন করবেন সে সমস্ত প্রার্থীরা শর্টলিস্ট হবার পর কোম্পানি তরফ থেকে তাদের সাথে ইমেল অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করা হবে।

আবেদন মূল্য: এখানে কোন প্রকার কোন আবেদন মূল্য দিতে হবে না কোন চাকরি-প্রার্থীদের।

আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব ( ASAP)

আবেদন করুন: Apply Now

Download official notification

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo