মাসিক ২৫,০০০/- টাকা বেতন, কলকাতার নামকরা finance কোম্পানিতে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

আপনি কি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো টাকা বেতনে চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। কলকাতার একটি নামকরা ফাইন্যান্স কোম্পানিতে মাসিক ২৫,০০০/ টাকা বেতনে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

•কোম্পানির নাম: Capgemini

পদের নাম: এখানে যে পদের কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Finance Specialist।

মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ২৫,০০০/- টাকা থেকে ৩০,০০০/- টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: রাজ্যের যে সমস্ত প্রার্থীরা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন শেষ শেষ করেছেন তাঁরাই Capgemini এর উক্ত পদের নাম আবেদন করতে পারবেন।

 

 

নিয়োগ স্থান: Kolkata, Capgemini office

কাজের বিবরণ: Capgemini-তে Finance Specialist পদের মূল কাজ হলো আর্থিক লেনদেন পর্যবেক্ষণ, ক্যাশ অ্যাপ্লিকেশন প্রসেসিং, এবং গ্রাহকের হিসাব মেলানো ও সমাধান করা।

নিয়োগ প্রক্রিয়া: এখানে আবেদন করার পর চাকরিপ্রার্থীদের আবেদনপত্র শর্টলিস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহ প্রার্থীরা এখানে দু’রকমভাবে আবেদন করতে পারবেন, এরজন্য নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করতে হবে। এরপর অফিসিয়াল আবেদন ফরমটি ফিলাপ করতে হবে। এরপর linkdin অথবা Capgemini এর ওয়েবসাইটের মাধ্যমে ফর্মটা পুরন করে জমা দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব ( ASAP)

আবেদন করুন: Apply Now

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment