২৯,০০০/- টাকা বেতনের চাকরী, NIA দফতরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

মাসিক ২৯,০০০/- টাকা বেতনে NIA ( National Investigation Agency) অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ। সম্প্রতি NIA এর দপ্তর থেকে পুরো ভারতের NIA অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই আপনি যদি NIA তে চাকরি করতে চান বিস্তারিত করুন আমাদের এই প্রতিবেদনটি।

• পদের নাম: এখানে NIA এর উক্ত পদের নাম হচ্ছে Data entry operator

• শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা ৩৩ টি, পুরো ভারতের যেকোনো রাজ্য থেকে আবেদন করা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

•মাসিক বেতন: যারা NIA এর উক্ত পদে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন পে লেভেল ৫ অনুযায়ী ২৯,২০০/- টাকা ৯২,৩০০/- টাকা দেওয়া হবে।

 

 

 

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেশের যে কোন শিক্ষিত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ এবং অবশ্যই কম্পিউটার চালানো জানতে হবে।

• নিয়োগ স্থান: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পুরো ভারতের বিভিন্ন রাজ্যে NIA এর অফিসে পোস্টিং করা হবে।

•বয়সসীমা: উক্ত পদের জন্য চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। বয়স সীমা সর্বোচ্চ ৫৬।

• নিয়োগ প্রক্রিয়া: যারা এখানে আবেদন করবেন তাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক প্রার্থীদেরকে স্পিড পোস্ট মারফত আবেদন পত্র পাঠিয়ে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা নিচে দেওয়া হয়েছে।

• আবেদপত্র পাঠানোর ঠিকানা: SP (Admin), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003

• আবেদন করার শেষ তারিখ: ৮/২/২০২৫

Download application from

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment