Tuesday, December 10, 2024

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা, রাজ্যে আধার অপারেটর পদে অজস্র কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

Uidai ( Unique Identification Authority of India) এর তরফ থেকে Aadhar অপারেটর পদে অসংখ্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের চাকরি-পার্থদের। যেখানে বেসিক কম্পিউটার নলেজ এবং উল্লেখযোগ্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনটিতে।

 

 

• পদের নাম: UIDAI Aadhar Operator

• শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১০ টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) Birbhum – ১ টি।

) Dakshin Dinajpur – ২ টি।

) Uttar Dinajpur – ১ টি।

) Jhargram – ৩ টি।

) East Medinipur – ২ টি।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে উচ্চমাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক পাশ+ ITI এবং UIDAI স্বীকৃত আধার অপারেটর সার্টিফিকেট থাকতে হবে আবেদন করার জন্য (mandatory)।

•মাসিক বেতন: যারা আধার অপারেটর পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ২০,০০০/- টাকা মাসিক বেতন দেওয়া হবে। তবে এই বেতন বেশি/কম হতে পারে।

 

 

•বয়সসীমা: আধার অপারেটর হিসাব আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর চাওয়া হয়েছে।

• নিয়োগ প্রক্রিয়া: যারা যারা এখানে আবেদন করবেন তাদের ইন্টারভিউ মাধ্যম এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর পর নিয়োগ করা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: যোগ্য প্রার্থীদের’কে নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

• আবেদন করার শেষ তারিখ: ৩০/১১/২০২৪

• আবেদন করুন: Apply Now

Download official notification 

বিঃদ্রঃ যারা আধার কার্ড পদে আবেদন করবেন তারা পরবর্তীতে যে কোন updates পেতে এই পেজে অফিসিয়াল পেজে নজর রাখুন। (CLICK HERE)।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo