Tuesday, December 10, 2024

মাসিক ২৯,০০০/- টাকা বেতন, IDFC ব্যাংকে কর্মী নিয়োগ! জব লোকেশন কলকাতা

মাসিক ২৯,০০০/- টাকা বেতনে কলকাতা লোকেশন এবং প্যান ইন্ডিয়াতে কর্মী নিয়োগ IDFC ব্যাংকের তরফ থেকে। তাই আপনি যদি বেকিং সেক্টরে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চান এটি হতে পারে আপনার জন্য দুর্দান্ত সুযোগ। তাই IDFC ব্যাংকের কোন পদে কর্মী নিয়োগ দেয়া, শিক্ষাগত যোগ্যতা কতো এবং আবেদন পদ্ধতি জানতে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

 

•পদের নাম: এখানে IDFC ব্যাংকের উক্ত পদের নামটি হচ্ছে Sales Manager

• ডিপার্টমেন্ট: Seles & relationship management Retail Banking

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ২৯,০০০/- টাকা থেকে বেতন বেড়ে ৬৬,০০০/- টাকা হতে পারে।

• শিক্ষাগত যোগ্যতা: IDFC ব্যাংকের উক্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ।

 

 

• বয়সসীমা: আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

• জব লোকেশন: Kolkata, West Bengal, India এছাড়াও নিজ নিজ রাজ্যে অনুযায়ী প্যান ইন্ডিয়াতে নিয়োগ করা হতে পারে।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে আবেদনকারীদের CV shortlist হলে HR department এর তরফ থেকে ইন্টারভিউ এর জন্যে Email আসবে, এবং উক্ত ইন্টারভিউতে পাশ করলে তাদের চাকরিতে নিযুক্ত করা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:

) প্রথমে আবেদনকারীদের নিচে দেওয়া Apply now অপশনটিতে ক্লিক করতে হবে।

) এরপর উক্ত ওয়েবসাইটে গিয়ে পদ সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিও এরপর ফের একবার Apply Now অপশনে ক্লিক করে দিতে হবে।

) এরপর একাউন্ট তৈরি করার জন্য email address এর ঘরে নিজের একটি বৈধ ইমেল বসিয়ে next অপশনে ক্লিক করে পরবর্তী ধাপ অতিক্রম করে নিজের একটা একাউন্ট তৈরি করে নিতে হবে।

) তারপর উক্ত পদের জন্য প্রয়োজনে তথ্য ফিলাপ করে Submit করে দিতে হবে।

•আবেদন করুন: Apply Now

• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)

আরো পড়ুন: রাজ্যে আধার কার্ড অপারেটর নিয়োগ, যোগ্যতা HS পাশ 

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo