Thursday, November 7, 2024

২ হাজার শূন্যপদ, রাজ্যে গ্যাস উত্তোলন সংস্থায় ট্রেনিং এর মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

চাকরি-প্রার্থীদের জন্য দারুন সু্যোগ কেন্দ্রীয় ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড তথা ONGC এর তরফ থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজ্য ২ হাজার শূন্যপদে ট্রেনিং এর মাধ্যমে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেই ট্রেন চলাকালীন মাসিক স্টাইপেনও প্রদান করা হবে প্রার্থীদের। তাই আপনি যদি ONGC তে চাকরির জন্য আবেদন করতে চান বিস্তারিত পড়ুন আমাদেরই প্রতিবেদন।

 

 

•শূন্যপদ: এখানে ভারতের বিভিন্ন রাজ্যের মিলে শূন্যপদ সংখ্যা রয়েছে ২২৩৬ টি। যার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতাতে রয়েছে ৩২ টি।

• পদের নাম (পশ্চিমবঙ্গে):  

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) Secretarial Assistant (১২ টি)

) Computer Operator and Programming Assistant (১০ টি)

৩) Mechanic Diesel (২ টি)

) Fitter (২ টি)।

৫) Fire Safety Technician (Oil & Gas) (৬ টি)।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে Secretarial Assistant পদের জন্য গ্রাজুয়েশন পাশ এবং বাকি পদগুলোর জন্য উক্ত ফিল্ডে ITI করা থাকলে আবেদন করতে পারবেন।

 

• মাসিক বেতন: ট্রেনিং চলাকালীন এখানে প্রার্থীদের ৪,০০০/- টাকা থেকে ৯,০০০/- টাকা স্টাইপেন প্রদান করা হবে।

• বয়সসীমা: আবেদনকারীদের বয়স এখানে ২৫/১০/২০২৪ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

• ট্রেনিং এর সময়সীমা: ১২ মাস।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিচে দেওয়া Apply link যেটা কেন্দ্র সরকারের ট্রেনিং পোর্টাল, সেখানে গিয়ে নিজেকে প্রথমবার রেজিস্ট্রেশন করে এরপর ONGC এর উক্ত পদ গুলোর জন্য আবেদন করে দিতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের এখানে merit list এর মাধ্যমে নিয়োগ করা হইবে।

আবেদন করুন: Apply Now

• আবেদন পদ্ধতি দেখুন: ( YouTube video)

Download official notification 

• Update about merit list: ( Click here)

আবেদন করার শেষ তারিখ: ২৫/১০/২০২৪ তারিখ।

আরও পড়ুন: HS পাশে কলকাতা BOP কোম্পানিতে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo