Monday, October 14, 2024

মাসিক ৫৫,০০০/- টাকা বেতন! কো-অপারেটিভ ব্যাংক প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরি প্রার্থীরা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক বা ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখেন, তাদের জন্য আজকের এই চাকরির খবর। সম্প্রতি জানা গেছে ‘Small Industries Development Bank of India’ (SIDBI) বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় এবং প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় নিম্নে উল্লেখ করা হলো।

▪ পদের নাম এবং শূন্যপদঃ Manager in Grade ‘B’
(General Stream).উক্ত পদের জন্য মোট শূন্য পদে রয়েছে ৩৫টি.

▪ বয়সসীমাঃ ১৮ থেকে ৩৭ বছর বয়সী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

▪ মাসিক বেতনঃ উক্ত পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন শুরু হবে ৫৫,২০০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৯৯,৭৫০ টাকা।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কিন্তু ন্যূনতম স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তির ৪ নম্বর পেজটা পড়ে দেখুন।

▪ নিয়োগ প্রক্রিয়া; নিয়োগের ক্ষেত্রে প্রথমে শর্টলিস্টিং এবং দ্বিতীয় ধাপে পার্সোনাল ইন্টারভিউ’র ভিত্তিতে নিয়োগ করা হবে।

▪ আবেদন প্রক্রিয়াঃ অফিসিয়াল বিজ্ঞপ্তির ৬,৭ নং পেজে আবেদন পদ্ধতির সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তাই অফিশিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই ভালো করে পড়ে নেবেন। যাই হোক উক্ত পদের জন্য যোগ্য প্রার্থীরা অফলাইন এবং অনলাইন দুই ভাবেই আবেদন করতে পারেন।

অফলাইন আবেদন করার জন্য :
) সবার প্রথমে নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করার লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিন।

) দ্বিতীয় ধাপে আবেদন পত্রটি সঠিক তথ্য সহ পূরণ করুন।

) তৃতীয় ধাপে আবেদন পত্রের সঙ্গে নিজের গুরুত্বপূর্ণ নথিপত্রের জেরক্স কপি যুক্ত করুন।

) সবশেষে আবেদন পত্রটি মুখ বন্ধ খামে ভরুন।

) এরপর আবেদন পত্রের ওপর কিন্তু অবশ্যই পরিষ্কারভাবে আপনি যে পদের জন্য আবেদন করছেন সেটা এভাবে নিজের নাম সহ (“Application for the post of Manager in Grade ‘B’ (General Stream) On Deputation) উল্লেখ করুন।
** এরপর সেটা নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ
CGM(HRDV), SWAVALAMBAN BHAVAN, Plot No. C-11, ‘G’ Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai – 400051
Maharashtra

অনলাইন আবেদনের ক্ষেত্রে-
যদি আপনি অফলাইন আবেদনপত্র পাঠাতে না পারেন তাহলে আবেদন পত্রটি পূরণ করার পর নিম্নলিখিত ইমেইল এড্রেসে আবেদন পত্রটি পাঠিয়ে অনলাইন আবেদন করতে পারেন।
▪ Email Address ; recruitment@sidbi.in

আবেদনের শেষ তারিখঃ সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে শুরু করে মাসের ৩০ তারিখ পর্যন্ত
আবেদন চলবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক:

বিষয় সমূহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদনপত্রের PDF ডাউনলোড করুন
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo