Monday, October 14, 2024

মাসে ২৭,০০০/- টাকা বেতন, HS পাশ Wipro কোম্পানিতে কর্মী নিয়োগ! জব লোকেশন কলকাতা

আপনার শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চমাধ্যমিক পাশ অথবা গ্রাজুয়েশন হয়ে থাকে তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি wripo তরফ থেকে কলকাতা অফিসে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক বেতনও বেশ ভালো দেওয়া হবে। তাই আপনি যদি আগ্রহী থাকেন wripo কোম্পানিতে চাকরি করতে তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

• পদের নাম: এখানে Wripo এর পদের নাম হচ্ছে international Voice process

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HS পাশ অথবা গ্রাজুয়েশন সাথে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।

• মাসিক বেতন: যারা wripo এর উক্ত পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন কম করে হলেও ২৪,০০০/- টাকা থেকে ২৭০০০/- টাকা দেওয়া হবে এখানে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• বয়সসীমা: ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে চাকরি- প্রার্থীদের।

 

•জব রোল: সাধারণ এখানে ফোন কলের  মাধ্যমে গ্রাহকদের সুবিধা প্রদান করতে হবে, গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধান দিতে দেওয়াই হবে আপনার কাজ।

• জব লোকেশন – কলকাতা।

কারা আবেদন করতে পারবেন?: 

). 12th অথবা গ্রাজুয়েশন পাশ ব্যক্তিরা।

). ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল থাকা চাই।

৩) প্রার্থীদের কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে।

). ওয়ার্ক ফ্রম অফিস থেকে কাজ করার জন্য comfortable হতে হবে। এবং রাতে অথবা মধ্যরাতে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে।

). নিজের সমস্ত সরকারি ডকুমেন্টস যেমন Pan Card/ Aadhar card থাকতে হবে।

). বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

) আবেদনকারীদের কলকাতা wripo অফিস থেকে ২৫ কিলোমিটারের মধ্যে বাড়ি যেতে হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

১). আগ্রহীদের নিচে দেওয়া register now অপশনে ক্লিক করতে হবে।

) এরপর naukri.com এ নিজের একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং profile অপশনে গিয়ে নিজের প্রোফাইল ছবি এবং CV সেখানে upload করে দিতে হবে।

) এরপর সেখান থেকে Back এসে নিচে দেয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে

৩) এরপর Wripo এর উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: 

• shortlisting candidate

• typing test exam

• HR round interview

• selection process

•রেজিস্টার করুন: Click here

• আবেদন করুন: Apply Now (১)

• আবেদন করুন: Apply Now (2)

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে কলকাতা সাইনসিটিতে কর্মী নিয়োগ

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo