Sunday, February 9, 2025

৪১,০০০ হাজার টাকা মাসিক বেতন, Vodafone-Idea তে কর্মী নিয়োগ! জব লোকেশন কলকাতা

আপনি কি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি VI অর্থাৎ Vodafone Idea Limited এর তরফ থেকে কলকাতা লোকেশন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে মাসিক ৪১,০০০/- টাকা দেওয়া হবে আপনাকে। তাই আপনি যদি VI তে চাকরির জন্য আবেদন করতে চান বিস্তারিত তথ্য জেনে নিন আমাদের এই প্রতিবেদনটি থেকে‌।

 

 

• পদের নাম: এখানে পদের নামটি হচ্ছে Manager -Retail Franchisee Operations

• জব রোল: Franchisee Lead

মাসিক বেতন: যারা উক্ত এই পদটিতে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ৪১,০০০/- টাকা দেওয়া হবে। ‌

• শিক্ষাগত যোগ্যতা: VI এর উক্ত পদে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েশন পাস। এছাড়াও উক্ত পদে আগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

 

• বয়সসীমা: এখানে ২১ বছর হতে যে কোন বয়সের ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

• জব লোকেশন: VodaIdea-Idea, Kolkata, West Bengal.

• কাজের বিষয়বস্তু: এই সম্বন্ধি যাবতীয় তথ্য আপনি আবেদন করার সময় অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন।

•নিয়োগ প্রক্রিয়া: এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। তাই ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে হলে পদ অনুযায়ী নিজের একটি মানসম্পন্ন CV তৈরি করে তারপর আবেদন করতে হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

) প্রথমত আমাদের আর্টিকেল শেষে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে আপনাকে।

) এরপর উক্ত ওয়েবসাইটে গিয়ে সেখানেও Apply Now অপশনটিতে একবার ক্লিক করতে হবে।

) এরপর আপনার সামনে একাউন্ট তৈরি করার জন্য একটি পেজ খুলবে এবং একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।

) তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে VI এর উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে।

আবেদন করুন: Apply Now

Download cover letter

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo