Friday, February 7, 2025

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা, কয়লা খনিতে সিকিউরিটি গার্ড পদে প্রচুর কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে ‘ওয়েস্টার্ন কোল ফিল্ডস লিমিটেডে’। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাইলে আপনিও আবেদন করতে পারেন উক্ত পদের জন্য। নিম্নে নিয়োগ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

 

 

▪ পদের নাম এবং শূন্যপদ সংখ্যাঃ ওয়েস্টার্ন কোল ফিল্ডস লিমিটেডে মূলত ৬১টি শূন্যপদে সিকিউরিটি গার্ড ‘অ্যাপ্রেন্টিস’ নিয়োগ করা হবে

▪ বয়সসীমাঃ ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারেন। (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।)

▪ শিক্ষাগত যোগ্যতাঃ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত (10+2 System) যোগ্যতাতেই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

 

▪ মাসিক বেতনঃ অ্যাপ্রেন্টিস সিকিউরিটি গার্ড হিসেবে সুযোগ পেলে আপনি মাসিক ৬,৫০০ টাকা স্টাইপেন্ড পাবেন। তবে ট্রেনিং শেষে আপনার মাসিক বেতন যথেষ্ট ভালো হবে।

আবেদন পদ্ধতিঃ প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য-

) সবার প্রথমে আপনাদের ট্রেড অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

) দ্বিতীয় ধাপে পুনরায় পোর্টালে লগইন করতে হবে।
৩) তৃতীয় ধাপে পুনরায় ‘WCL’র অফিসিয়াল পোর্টাল ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। নিচে সবকিছুর লিঙ্ক দেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়াঃ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তির ৪ এবং ৫ নম্বর পৃষ্ঠায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেগুলো পড়ে দেখুন।

▪ আদরের শেষ তারিখঃ অক্টোবর মাসের ২৮ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে।

• আবেদন করুন: Apply Now

Download official notification 

আরও পড়ুন: ৩৩,০০০/- টাকা মাসিক বেতনে ইন্সুরেন্স কোম্পানিটা ওয়ার্ক ফ্রম জবে কর্মী নিয়োগ

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo