ব্যর্থ হবে না তরুণদের স্বপ্ন, এই দিন থেকে মিলবে ট্যাব কেনার ১০ হাজার টাকা! স্বস্তিতে পড়ুয়ারা

সম্প্রতি রাজ্য সরকার রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার ১০,০০০ টাকা দেওয়ার ঘোষণা স্থগিত রেখেছে। সরকারের এই ঘোষণার পরেই রাজ্যের পড়ুয়া সহ তার অভিভাবকরাও এই গভীর দুশ্চিন্তায় রয়েছেন যে, আদতেও তারা নিজেদের ট্যাব কেনার টাকা পাবেন কিনা। সত্যিই কি দশ হাজার টাকা পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কিনা।

এবার ট্যাবের টাকা সম্পর্কে রাজ্য সরকারের তরফে ঠিক কী বলা হয়েছে,সেটাই স্পষ্ট করে জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০২১ সালে করোনা কালে ছাত্রছাত্রীরা যাতে অনলাইন পড়াশোনার সুযোগ পায়, সেজন্য রাজ্যের সকল সরকারি স্কুলের পড়ুয়াদের ‘তরুণের স্বপ্ন প্রকল্পের’ অধীনে ট্যাব কেনার জন্য বা বলতে গেলে স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও দশ হাজার টাকা দেওয়া হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল। এজন্য এবছর অতিরিক্ত ৯০০ টাকা বরাদ্দ করা হয়েছিল।

 

রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এবছর ৫ই সেপ্টেম্বরের পর থেকেই পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে পাঠানো হবে। এজন্য ইতিমধ্যেই প্রতিটি জেলায় টাকাও পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু হঠাৎ করেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে কিছু প্রশাসনিক সমস্যার কারণে আপাতত ভাবে পড়ুয়াদের টাকা দেওয়া হবে না। রাজ্য সরকার যে একেবারেই তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে? এমনটা কিন্তু কখনোই বলা হয়নি। হয়তো প্রশাসনিক সমস্যা মিটে গেলেই পড়ুয়াদের নিজেদের প্রাপ্য টাকা পাবেন। ওনাকে মনে করছেন এখন টাকা না দেওয়া হলেও, পুজোর আগে পড়ুয়াদের টাকা পাঠিয়ে দেওয়া হতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment