যাদের কম শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের জন্য সুখবর। সম্প্রতি ৮ম শ্রেণী পাশ যোগ্যতায় রাজ্যে কর্ম বন্ধু (Karma Bandhu Job Recruitment) পদে অসংখ্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে মাসিক বেতনেও বেশ ভালো টাকা দেওয়া হবে। তাই আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন আবেদনের পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।
• পদের নাম:
১) কর্মবন্ধু – (ছেলে ২টি)।
২) দারোয়ান – (ছেলে ২টি)।
৩) হেলপার – (ছেলে ও মেয়ে ২টি)
৪) কেয়ারটেকার, ম্যাটরন (ছেলে ও মেয়ে ২ টি)
৫) কুক – (ছেলে ও মেয়ে ২টি)
৬) সুপারিনটেনডেন্ট – (ছেলে ও মেয়ে ২টি করে)
• শূন্যপদ: সব মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ১২ টি।
• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন যথাক্রমে:
১) কর্মবন্ধু – ৩,০০০/- টাকা।
২) দারোয়ান – ৬,০০০/- টাকা।
৩) হেলপার – ৫,০০০/- টাকা।
৪) কেয়ারটেকার, ম্যাটরন – ৯,০০০/- টাকা।
৫) কুক – ৭,০০০/- টাকা।
৬) সুপারিনটেনডেন্ট – ১৫,০০০/- টাকা।
• যোগ্যতা:
১) কর্মবন্ধু – ৮ম শ্রেণী পাশ+ অভিজ্ঞতা।
২) দারোয়ান – ফিজিক্যাল সার্টিফিকেট (only)।
৩) হেলপার – যে কোন পাস+ রান্নার কাজের অভিজ্ঞতা।
৪) কেয়ারটেকার, ম্যাটরন – মাধ্যমিক পাশ।
৫) কুক – ন্যূনতম পাশ + রান্নার কাজের অভিজ্ঞতা
৬) সুপারিনটেনডেন্ট – গ্রাজুয়েট।
• বয়সসীমা: উক্ত সবগুলো পদের জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
• কারা এখানে আবেদন করতে পারবেন:? এখানে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার বেরহামপুর এর বাসিন্দারাই এখানে আবেদনের জন্য যোগ্য।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফরম ডাউনলোড করে এরপর তা প্রিন্ট আউট করে বের করে প্রয়োজনীয় নথি পত্র সহ ফর্মটি ফিলাপ করে নিচে দেওয়া ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে।
• নিয়োগ প্রক্রিয়া:
• লিখিত পরীক্ষা
• ইন্টারভিউ
• আবেদন ফরম জমা করার ঠিকানা: Room No: 313, New Administrative Building, Berhampore, Murshidabad, Pin- 742101
•আবেদন করার শেষ তারিখ: ১৫/০৯/২০২৪
আরও পড়ুন: ৫৬,০০০/- টাকা মাসিক বেতনে MTS পদে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ।