Wednesday, September 18, 2024

৫৬,০০০/- টাকা মাসিক বেতন, কেন্দ্র সরকারের দপ্তরে MTS পদে কর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ

আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাশ? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। সম্প্রতি কেন্দ্র সরকারের দপ্তর IWAI (INLAND WATERWAYS AUTHORITY OF INDIA) এর তরফ থেকে MTS সহ আরও একাধিক পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাধ্যমিক পাশ হতে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। চলুন জেনে নিই বিস্তারিত

 

• পদের নাম:

১) Assistant Director (Engg.)

২) Assistant Hydrographic Surveyor (AHS)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) Licence Engine Driver

৪) Junior Accounts Officer

) Dredge Control Operator

৬) Store Keepe

) Master 2nd Class

) Staff Car Driver

) Master 3rd Class

১০) Multi Tasking Staff (MTS)

১১) Technical Assistant Civil

• শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা ৩৭ টি। তবে শুধুমাত্র MTS পদের জন্য শূন্যপদ সংখ্যা ১১ টি।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে MTS পদের জন্য ন্যূনতম 10th পাশ হলেই আবেদন করতে পারবেন এছাড়াও বাকি সমস্ত পদের জন্য কাজের Experience সহ আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে।

 

 

• বয়সসীমা: চাকরি-প্রার্থীদের বয়স এখানে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন।

• মাসিক বেতন: যদি আপনি MTS পদে চাকরি পান তাহলে আপনাকে প্রতিমাসে বেতন এখানে ১৮,০০০/- থেকে ৫৬,৯০০/- টাকা দেওয়া হবে।

• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের এখানে CBT এবং পদ অনুযায়ী বিভিন্ন পরিক্ষার মাধ্যমে তাদের নিয়োগ করা হবে।

Post and exam pattern

•আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে এরপর Registration করে সময়ের মধ্যে নিজের Application Submit করতে হবে।

• আবেদন করার শেষ তারিখ: ১৫/০৯/২০২৪।

• আবেদন মূল্য:

• General/OBC – 500/- টাকা।

• SC/ST/PWD – 250/- টাকা আবেদন মূল্য।

• আবেদন করুন: Apply Now

Download official notification

Update about admit card and exam details: (Click here) 

আরও পড়ুন: ১৬,০০০/- টাকা বেতনে রাজ্যে ডাটাএন্ট্রি অপারেটর নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo